ISL 2024-25: চোট-কার্ডে নেই বিদেশি তারকা, ‘দুর্লভ’ হ্যাটট্রিকই টার্গেট ইস্টবেঙ্গলের
East Bengal vs Hyderabad FC Preview: গত দুটি জয়ের পর ১০-এ উঠে এসেছিল। বর্তমানে ১১ নম্বরে। তাদের পরই রয়েছে হায়দরাবাদ এফসি। এ মরসুমে ইস্টবেঙ্গল জিতেছে মাত্র ৪টি ম্যাচ। হায়দরাবাদ ২টি। গত পাঁচ ম্যাচেই হেরেছে হায়দরাবাদ।
ইন্ডিয়ান সুপার লিগে টানা দু-ম্যাচে জয়। এ মরসুমের আগে একবারও এই রেকর্ড ছিল না ইস্টবেঙ্গলের। অস্কারের কোচিংয়ে দু-বার এই কীর্তি। গত দু-ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল। এ বার লক্ষ্য জয়ের হ্যাটট্রিক। আইএসএলে নতুন কীর্তি হবে ক্লাবের। যদিও লক্ষ্যটা কঠিন নিজেদের সমস্যার জেরেই। একাধিক বিদেশি তারকার চোট। কার্ড সমস্যায় পাওয়া যাবে না ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে। বিদেশিদের মধ্যে অস্কারের হাতে রয়েছেন ক্লেটন সিলভা, হিজাজি মাহের ও ডায়ামান্তাকোস। লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো অবশ্য ‘নেই’ নিয়ে ভাবতে নারাজ। ভরসা রাখছেন ভারতীয় ফুটবলারদের উপরই।
অ্যাওয়ে ম্যাচে শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। পয়েন্ট টেবলে ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ এফসির খুব একটা ফারাক নেই। গত দুটি জয়ের পর ১০-এ উঠে এসেছিল। বর্তমানে ১১ নম্বরে। তাদের পরই রয়েছে হায়দরাবাদ এফসি। এ মরসুমে ইস্টবেঙ্গল জিতেছে মাত্র ৪টি ম্যাচ। হায়দরাবাদ ২টি। গত পাঁচ ম্যাচেই হেরেছে হায়দরাবাদ। যদিও পয়েন্ট টেবল কিংবা পরিসংখ্যানে আত্মতুষ্ট হওয়ার মতো পরিস্থিতি নেই ইস্টবেঙ্গলের। এটিই এ বছরের শেষ ম্যাচ। নতুন বছরের শুরুতে টানা বেশ কিছু কঠিন রয়েছে। শেষটা জয় দিয়ে করে আত্মবিশ্বাসে এগিয়ে থাকতে মরিয়া লাল-হলুদ শিবির।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য জয়ের হ্যাটট্রিক। পরিষ্কার বলছেন, ‘আমাদের কাছে একটা দুর্দান্ত সুযোগ এসেছে। আমরা আগে কখনও জয়ের হ্যাটট্রিক করতে পারিনি। এই সুযোগটা কাজে লাগাতে হবে। গত কয়েকটি অ্যাওয়ে ম্যাচে আমরা ভালো খেলেছি। পরিস্থিতি যেমনই হোক, কোনও অজুহাত দিতে চাই না।’
এই খবরটিও পড়ুন
হায়দরাবাদে বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতি খারাপ। তা নিয়েও ভাবিত নন অস্কার। হয়তো এটা শাপে বরই হতে পারে! ভারতীয় প্লেয়াররা কাদা মাঠে খেলতে অভ্যস্ত। অস্কার অবশ্য বৃষ্টি, মাঠ নিয়ে চিন্তিত নন। তাঁর কথায়, ‘আমরা যে কোনও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারি। পরিবেশ, পরিস্থিতি যেমনই হোক সেই অনুযায়ী নিজেদের দক্ষতা কাজে লাগাতে হবে।’
হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল, বিকেল ৫টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার