Weather Update: শেষ এরকম ছবি ১৯৮০ সালে, গরম এবার বাপ-ঠাকুরদাদের জমানার কথা মনে করাচ্ছে

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Apr 25, 2024 | 5:34 PM

Weather Update: বুধবার নিয়ে ৫ দিন চল্লিশের ঘরে মহানগরের তাপমাত্রা। ২০১৬ সালে ৪১.৩ ডিগ্রিতে পৌঁছেছিল আলিপুরের পারদ। হাওয়া অফিস বলছে রবিবার ৪২ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।

Weather Update: শেষ এরকম ছবি ১৯৮০ সালে, গরম এবার বাপ-ঠাকুরদাদের জমানার কথা মনে করাচ্ছে
গরমের হাত থেকে রেহাই নেই

Follow Us

কলকাতা: চলতি শতাব্দীর রেকর্ড ভাঙার পথে কলকাতা। ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলল কলকাতার তাপমাত্রা। তথ্য বলছে, বুধবারই গত ৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতায়। সোজা কথায় ৪৪ বছরে কলকাতায় এপ্রিলের উষ্ণতম দিন আজ। দুপুরে কলকাতার পারদ উঠল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৮০ সালে এপ্রিলে কলকাতার তাপমাত্রা ওঠে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। তারপর এপ্রিলের তিলোত্তমায় এই গরম এই প্রথম। তবে আপাতত স্বস্তির কোনও ইঙ্গিত নেই। রবিবার ৪২ ডিগ্রিও ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। অন্তত সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা।

বুধবার নিয়ে ৫ দিন চল্লিশের ঘরে মহানগরের তাপমাত্রা। ২০১৬ সালে ৪১.৩ ডিগ্রিতে পৌঁছেছিল আলিপুরের পারদ। হাওয়া অফিস বলছে রবিবার ৪২ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। অন্তত সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা।    

হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতাও থাকছে। এদিন বৃহস্পতিবার দুই মেদিনীপুরদুই বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে তীব্র তাপপ্রবাহের ছবি দেখা গিয়েছে। ২৬ তারিখও এই জেলাগুলি ছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামী ৫ দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে এই ছবি দেখা যাবে। 

এদিকে রাত পোহালেই ভোট উত্তরবঙ্গের দার্জিলিং ও দক্ষিণ দিনাজপুরে। হাওয়া অফিস বলছে দার্জিলিংয়ের তাপমাত্রা মোটের উপর শীতল থাকলেও মালদহ ও দুই দিনাজপুরে আগামী ৫ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। গরমের দাপট চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Next Article