কলকাতা: একুশের নির্বাচনের আগে কল্পতরুর ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) ঘোষণা করল রাজ্য সরকার। ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। মাসিক ২ লক্ষ টাকার বেশি বেতন পান যাঁরা, তাঁদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেক্ষেত্রে ঊর্ধ্বসীমা ২ লক্ষ টাকা বেতন পর্যন্ত সীমাবদ্ধ ছিল। শনিবারের ঘোষণায় সেই সীমাবদ্ধতা তুলে দেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ যাঁদের বেতন ২ লক্ষ ১ হাজারের বেশি, তাঁরাও ৩ শতাংশ হারে ডিএ পাবেন। অতিরিক্ত ডিএ দেওয়া জন্য রাজ্য সরকারের ২ হাজার ২০০ কোটি টাকা বাড়চি খরচ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারে স্যাট নির্দেশ দিয়েছিল, পরবর্তী ৬ মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। কিন্তু তা দেয়নি রাজ্য সরকার। পরবর্তীকালে সরকারি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্যাটে আদালত অবমাননার মামলা করেন। রাজ্য ফের স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে। আইনি লড়াই চলছেই। তারই মাঝে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লেখেন। সেই চিঠির প্রেক্ষিতেই গত ৩ ডিসেম্বরেই নবান্নে ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।