কলকাতা: জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই পদ কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদার সমতুল্য হওয়ায় বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারীর মুকুটে নতুন পালক যোগ হল। শুভেন্দু অধিকারীকে নিয়োগ নতুন বছরেই করা হবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রক থেকে শুভেন্দু অধিকারীকে ফোন করা হয়েছে। তাঁর বায়োডাটা চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যানের এই পদ কেন্দ্রীয় মন্ত্রীর পদের সমান। কেন্দ্রের কোনও মন্ত্রী যে সব সুবিধা পান সে সকল সুবিধা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকেও দেওয়া হয়।
আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও থাকছেন না শিশির! তবে কি শুভেন্দুর কথাই সত্যি হবে?
প্রসঙ্গত, শুভেন্দু এর আগে রাজ্যে এইচআরবিসি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন তৃণমূলের বিধায়ক, মন্ত্রী এবং সাংসদও। সব ত্যাগ করেই তিনি মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দেন। তৃণমূলের তরফ থেকে তাঁর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিজেপি আসলে শুভেন্দু অধিকারীকে সেই যোগ্য সম্মানই ফিরিয়ে দিতে চাইছেন।