ফুলবাগানে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

Jan 18, 2021 | 2:20 PM

সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণের সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা দেহটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তাঁর মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে।

ফুলবাগানে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: বাইপাসের কাছে মেট্রো স্টেশনের কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ফুলবাগান এলাকায় (Phool Bagan)। ওই যুবকের পরিচয় এখনও জানতে পারেনি পুলিস।

সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণের সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা দেহটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তাঁর মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। ফুলবাগান থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: রোজভ্যালি মামলায় শুভ্রা কুণ্ডুকে সঙ্গে নিয়েই তল্লাশি, লকার খুলতে আনা হতে পারে কলকাতায়

প্রাথমিকভাবে এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিস। যুবকের বাঁ হাতে ‘মা’ লেখা ট্যাটু রয়েছে। পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকাতেই খুন নাকি অন্যত্র খুন করে দেহ ফেলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article