কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব, বিধানসভায় বিশেষ অধিবেশন

Jan 08, 2021 | 5:11 PM

কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনার ক্ষেত্রে একটি খসড়া তৈরি করবে তৃণমূল। এরপর সেটি বাম ও কংগ্রেস পরিষদীয় দলের কাছে পাঠানো হবে।

কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব, বিধানসভায় বিশেষ অধিবেশন
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বিতর্কিত তিন কৃষি আইন (New Farm Law) বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব আনার কথা ভাবা হচ্ছে। শুক্রবার একথা জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২৭ ও ২৮ জানুয়ারি এবিষয়ে বিধানসভার  বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনার ক্ষেত্রে একটি খসড়া তৈরি করবে তৃণমূল। এরপর সেটি বাম ও কংগ্রেস পরিষদীয় দলের কাছে পাঠানো হবে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শীঘ্রই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে। ওই অধিবেশনেই কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে।

আরও পড়ুন: ‘স্যানিটাইজারই এখন চরণামৃত’, গঙ্গাসাগরে ই-স্নান চাইছে হাইকোর্ট

তবে এদিন অনাস্থা বিষয়েও মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, “অনাস্থা কিসের? সমুদ্র থেকে দু’কলসি জল তুললে সমুদ্রের কী যায় আসে! এভাবে অনাস্থা আনা যায় না।” প্রসঙ্গত, গত সপ্তাহেই বাম কংগ্রেস পরিষদীয় দলের তরফে সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন, “তৃণমূলের যাঁরা সদস্য বিধানসভার, তাঁদের কি বিধানসভার প্রতি আস্থা নেই? সরকার কি ভয় পাচ্ছে? মুখ্যমন্ত্রী তাঁদের বিধানসভায় ডেকে যাচাই করুন, যে তাঁদের দলের সদস্যদের সরকারের প্রতি আস্থা রয়েছে কিনা। তৃণমূলের সদস্যদেরও আস্থা নেই। তাতেই কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী?” অবিলম্বে বিধানসভায় অধিবেশন ডাকারও দাবি তোলেন তিনি। তারপরই মুখ্যমন্ত্রী বিশেষ অধিবেশন ডাকা হবে বলে ঘোষণা করেন।

Next Article