ইস্তফা জারি, তৃণমূলের সংখ্যালঘু সেলের সচিবের পদত্যাগ

Dec 18, 2020 | 3:00 PM

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, "আমি এই মুহূর্তে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিচ্ছি। দল আমাকে যে সুবিধা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ।"

ইস্তফা জারি, তৃণমূলের সংখ্যালঘু সেলের সচিবের পদত্যাগ
কামাল গাজী ইস্তফাপত্র জমা দিলেন

Follow Us

কলকাতা: তৃণমূল (TMC) সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিলেন কবিরুল ইসলাম । সংখ্যালঘু সেলের সভাপতি হাজী নুরুল ইসলামের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। রাজনৈতি ক মহলের জল্পনা, তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “আমি এই মুহূর্তে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিচ্ছি।”

কবিরুল ইসলামের ইস্তফাপত্র

অন্যদিকে, এদিনই কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন হাসনাবাদের দাপুটে তৃণমূলনেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। একসময়ের দাপুটে সিপিএম লোকাল কমিটির সম্পাদক তৃণমূলে এসে জেলার কর্মাধ‍্যক্ষ হয়েছিলেন। বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেসের কনভেনারও ছিলেন। সেই ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাষ্টার দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন আগেই।

আরও পড়ুন: আজ বিকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভিডিয়ো বৈঠকে মুখ্যসচিব, ডিজি: সূত্র

শুক্রবার জেলা পরিষদ ভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি। পাশাপাশি তৃণমূল দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন। চলতি বছরে তৃণমূলের বিভিন্ন পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমার বিরুদ্ধে নাম না করে অপর গোষ্ঠী হাসনাবাদ থানায় মামলা রুজু করেছে। আমি নিষ্ঠার সঙ্গে দল করতে চেয়েছিলাম। সংগঠন মজবুত করার লক্ষ্যে ছিলাম। কিন্তু সেটা অপর গোষ্ঠী মানতে চায়নি। তাই আমার বিরুদ্ধে চক্রান্ত করে একাধিক মামলা রুজু করা হয়েছে।”

Next Article