কলকাতা: রাতের শহরে আজ একটাই স্লোগান ‘বিচার চাই’। রাজনীতির রঙ নেই, বয়সের বাছ-বিচার নেই। শহর থেকে গ্রাম, আজ গোটা বাংলা যেন প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবাদের সুরে। একজন চিকিৎসক যখন রাতে চিকিৎসা সেরে একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা ভেবে শিউরে উঠেছে গোটা বাংলা। ঘুম উড়েছে মায়েদের। বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত রাজপথের দখল নিলেন বাংলার মহিলারা। মেয়েদের হাত ধরলেন মায়েরাও। উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে মিছিলের পর মিছিল।
যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডের কাছে যে জমায়েত হয়েছে, সেখানে দেখা গেল ।ষাটোর্ধ্ব এক মহিলাকে। বাকিদের সঙ্গে তিনিও দাঁড়িয়ে আছেন, স্লোগান দিচ্ছেন। তিলোত্তমার জন্য প্রাণ কাঁদছে তাঁর। তিনি বললেন, “তিলোত্তমার যা রক্তক্ষরণ হয়েছে, তা ভেবে আমি অনেক কেঁদেছি। মনে হয়েছে ওকে যদি বুকে টেনে নিতে পারতাম। আজ ওর জন্য রক্ত ধরাতেও আমার কোনও অসুবিধা নেই। ওর জন্য আমি গুলি খেতেও প্রস্তুত।”
জিজ্ঞাসা করা হলে ওই মহিলা জানান তাঁর বয়স ৬২। তবে আজকের রাতের প্রতিবাদে বয়স কোন বাধা নয়। এমনকী প্রতিবন্ধকতাও কোনও বাধা হয়ে দাঁড়ায়নি, এমন ছবিও দেখা গিয়েছে রাজপথে। হুইল চেয়ারে করেও প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে মহিলাদের। দিকে দিকে জ্বলছে মশাল পায়ে পায়ে এগোচ্ছেন মহিলারা।
যাদবপুরেই আর এক প্রতিবাদী মহিলা বলেন, “এই প্রতিবাদে সামিল হয়েছে ঠিকই, তবে এতে কোনও লাভ নেই। আজ মনে হচ্ছে পুত্র সন্তানদের গোড়া থেকে আবার শিক্ষা দিই। ওদের বলি মেয়েদের মেয়ে হিসেবে নয় মানুষ হিসেবে দেখতে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)