RG Kar: পুলিশকে টার্গেট করে তাড়া করল একদল লোক, ভেঙে চুরমার আরজি করের এমার্জেন্সি, ভাঙল সংবাদমাধ্যমের ক্যামেরা

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 15, 2024 | 1:11 AM

RG Kar: মূলত আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতেই বুধবার রাতে শহরের রাজপথে মিছিলের আয়োজন করা হয়। সেই মতো একাধিক জায়গায় চলছিল মিছিল, বাড়ছিল প্রতিবাদীর সংখ্যা। তারই মধ্যে আচমকা বদলে গেল আরজি কর হাসপাতালের পরিস্থিতি।

RG Kar: পুলিশকে টার্গেট করে তাড়া করল একদল লোক, ভেঙে চুরমার আরজি করের এমার্জেন্সি, ভাঙল সংবাদমাধ্যমের ক্যামেরা
বুধবার রাতে তাণ্ডব চালানো হয় আরজি কর হাসপাতালে

Follow Us

কলকাতা: চলছিল স্বতস্ফূর্ত প্রতিবাদ। একে একে জড় হচ্ছিলেন সাধারণ মানুষ। বিচারের দাবিতে উঠছিল স্লোগান। রাত ১২ টার কিছুক্ষম পর আচমতাই বদলে গেল আরজি কর মেডিক্যাল কলেজের পরিস্থিতি। হঠাৎ ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল লোক। তারপর চলল অবাধ ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে এগিয়ে গেল সেই দল। কার্যত দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচল পুলিশ। প্রতিবাদের রাতে কারা এভাবে হামলা চালাল?

মুহূর্তে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে প্রাণভয়ে পালাতে শুরু করে পুলিশ। TV9 বাংলার একাধিক প্রতিনিধি হাসপাতাল চত্বরে উপস্থিত থাকলেও তাঁরা কার্যত ছিটকে যান এক এক দিকে। ভেঙে দেওয়া হয় TV9 বাংলার ক্যামেরা। প্রাণভয়ে চিকিৎসকেরা যে যেদিকে পারেন পালিয়ে যান।

অভিযোগ, যে দুষ্কৃতীরা এই ভাঙচুর চালাল, তাঁরা কেউ উপস্থিত ছিলেন না মিছিলে। কোথায় থেকে মাঝরাতে ছুটে এলেন কারা? কী উদ্দেশ্য ছিল তাদের? এই প্রশ্নই উঠছে।

উল্টে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। উল্টে পড়ে আছে বাইক। আরজি করের এমার্জেন্সি বিভাগ কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। ভিতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, আসবাব, কাচের জিনিস সব ভেঙে দেওয়া হয়েছে। এমার্জেন্সিতে আর চিকিৎসারর পরিস্থিতিই নেই। ভেঙে দেওয়া হয়েছে জরুরি বিভাগের বোর্ড।

অভিযোগ, হাসপাতালের একের পর এক সিসিটিভিও ভেঙে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে?

Next Article