কলকাতা: ডিসেম্বর মাস পড়েছে। অথচ দেখা নেই শীতের। তারপর গলার কাঁটা হয়েছিল ঘূর্ণিঝড় ফেইঞ্জল। তার জেরে আবহাওয়ায় পরিবর্তন এসেছিল। বাধা পাচ্ছিল শীত। তবে ঘূর্ণিঝড়ের মেঘ সরতেই ফিরল ঠান্ডার আমেজ। একদিনে কমল ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। জেলাতেও নামল পারদ। বৃহস্পতিবার আরও কিছুটা পারদ নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, শ্রীনিকেতনে পারদ ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬. ০ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
প্রসঙ্গত, তবে ঠান্ডা পড়লেও শীতপ্রেমীদের জন্য সুখবর ততটা নেই। কারণ, মৌসম ভবন বলছে, রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের দাপটও কম থাকতে পারে। দেশের মতো বাংলাতেও ফিকে হতে পারে শীত। ঠান্ডা পড়বে। জাঁকিয়ে পড়বে না। শুধু তাই নয়, স্থায়িত্ব কম হওয়ার সম্ভাবনা রয়েছে।