কলকাতায় জাঁকিয়ে শীত, আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা

Jan 22, 2021 | 8:58 AM

আর কতদিন জাঁকিয়ে শীত পড়বে? কী বলছে আবহাওয়া দফতর

কলকাতায় জাঁকিয়ে শীত, আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: কলকাতায় আরও নামল পারদ। বাধাহীন উত্তুরে হাওয়া আর পরিস্কার আকাশ- আগামী ২৪ ঘণ্টায় আরও জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। উত্তরবঙ্গে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত-আপাতত রাজ্যে আবহাওয়ায় এই খেলাই চলবে। রবিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হলেও থাকবে শীতের আমেজ। এককথায়, বছরের প্রথম মাসের সপ্তাহান্তে জমিয়ে শীত উপভোগ করবেন রাজ্যবাসী।

সোম ও মঙ্গলবারে কলকাতার তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা, সকালে পরে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা শনিবার থেকে ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের বাড়ির পাশেই ভস্মীভূত বিজেপি কার্যালয়, তুলকালাম দিনহাটায়

দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা পরে স্বচ্ছ আকাশ। আগামী দুদিন এমনই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে শুরু করবে পারদ। সোম-মঙ্গলবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

Next Article