AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Weather: মরশুমে প্রথমবার! ১৭ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা, পুরুলিয়া ছুঁয়ে ফেলল দিল্লিকে

Winter Weather: হাওয়া অফিস বলছে, রাজ্যজুড়ে আপাতত মনোরম আবহাওয়াই থাকছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা থাকছে।

Winter Weather: মরশুমে প্রথমবার! ১৭ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা, পুরুলিয়া ছুঁয়ে ফেলল দিল্লিকে
কী বলছে হাওয়া অফিস? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 10:38 AM
Share

কলকাতা: মরশুমে প্রথমবার। ১৮ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির মতো ঠান্ডার দখলে পশ্চিমাঞ্চলে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও ১২ ডিগ্রি। শ্রীনিকেতনের তাপমাত্রাও নেমেছে ১২.৫ ডিগ্রিতে। 

হাওয়া অফিস বলছে, রাজ্যজুড়ে আপাতত মনোরম আবহাওয়াই থাকছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা থাকছে। সপ্তাহভর থাকবে এই শীতের আমেজ। তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম থাকছে। হাওয়া অফিস বলছে আগামী চার থেকে পাঁচ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা। একদিন আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৪৪ থেকে ৯৫ শতাংশের আশপাশে। 

কুয়াশার ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলছে দার্জিলিং, উত্তর দিনাজপুরে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহতে। অন্যদিকে ফের বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় আপাতত পড়ছে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপ যাবে তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূলের দিকে। তবে এই নিম্নচাপের জেরে আন্দামান ও দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা।