BJP: আবারও দলত্যাগ, বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে কত হল?

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Oct 26, 2023 | 9:53 PM

Bengal BJP: কাগজে কলমে ৭৭ থেকে ৩ কমেছে ঠিকই। তবে তার বাইরে ৭ বিধায়কের বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়া বিভিন্ন সময় বিড়ম্বনা বাড়িয়েছে বঙ্গ ব্রিগেডে। যেমন বৃহস্পতিবার অস্বস্তি বাড়ালেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। বেসরকারি হিসাবে এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৬৭তে দাঁড়িয়ে।

BJP: আবারও দলত্যাগ, বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে কত হল?
বিজেপির বিধায়কদের গ্রেফতারির হুঁশিয়ারি।
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: আরও এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন বৃহস্পতিবার। ২০২১ সালের ভোটে বিজেপির শীর্ষনেতৃত্ব স্লোগান দিয়েছিলেন, ‘অবকি বার ২০০ পার’। যদিও অর্ধেক আসনও জিততে পারেনি বঙ্গ বিজেপি। ৭৭-এ থামে বিজেপির রথ। তবে এরপর একে একে বিজেপি থেকে সরে দাঁড়িয়েছেন একাধিক জয়ী বিধায়ক। সেই মুকুল রায় থেকে ফুল বদল চলছে। সরেছেন বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলালরা। সেই তালিকায় বৃহস্পতিবার নবতম সংযোজন হরকালী প্রতিহার।

২০২১ সালের বিধানসভা ভোটে শান্তিপুর ও দিনহাটা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। জেতেনও তাঁরা। তবে দলের নির্দেশে বিধায়ক পদ থেকে সরে দাঁড়ান। এই ২ আসনে উপভোট হয়। উপভোটে বিজেপি হেরে যায়। ফলে একুশের ভোটে জেতা ৭৭টি আসনের মধ্যে বিজেপির প্রথম ধাক্কা এখানেই। আসন কমে দাঁড়ায় ৭৫-এ। এখন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, অন্যদিকে দিনহাটায় উদয়ন গুহ।

সেই ৭৫ থেকে এরপর একে একে সাত বিধায়কের কারও হয়েছে তৃণমূলে ‘ঘরওয়াপসি’, কেউ নতুন করেই যোগ দিয়েছেন। মুকুল রায়, বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, হরকালী প্রতিহার, ৭ জন এখন তৃণমূলের। ফলে বিজেপির হাতে থাকা বিধায়ক সংখ্যা আরও কমে ৬৮-তে দাঁড়ায়।

এরইমধ্যে কিছুদিন আগে প্রয়াত হন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। সেখানেও উপনির্বাচন হয়। এ আসনও বিজেপি হারায়। ফলে আরও একটা আসন হাতছাড়া হয় বিজেপির। কাগজে কলমে ৭৭ থেকে ৩ কমেছে ঠিকই। তবে তার বাইরে ৭ বিধায়কের বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়া বিভিন্ন সময় বিড়ম্বনা বাড়িয়েছে বঙ্গ ব্রিগেডে। যেমন বৃহস্পতিবার অস্বস্তি বাড়ালেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। বেসরকারি হিসাবে এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৬৭তে দাঁড়িয়ে।

অন্যদিকে তৃণমূলের টিকিটে জিতে ২১৬ জন বিধায়ক হয়েছিলেন। বিজেপি থেকে ৭ জন যান। কংগ্রেস থেকে ১ জন। আর তৃণমূলের সমর্থনেই দেখা যায় পাহাড়ের বিধায়ক রুদেন সদা লেপচাকেও। সবমিলিয়ে ২২৫। যদিও যতবার এ ধরনের ঘটনা ঘটেছে, বিজেপি প্রকাশ্যে দাবি করেছে, এই দলবদলে তাদের কিছুই আসে যায় না। হরকালি প্রতিহার দল ছাড়ার পর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ঠিক সেই কথাই বললেন। তবে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “বিধায়করা কাজ করতে চান। হিংসার রাজনীতি, বিভেদের রাজনীতি বা বড় বড় কথায় তো এলাকার মানুষের পেট ভরবে না। অনেক বিধায়কই বিজেপি থেকে এসে বলেছেন, এলাকায় কাজ করতে চাই। তাই অনেকেই চলে এসেছেন। আগামিদিনেও অনেকেই আসবেন।”

Next Article