কলকাতা: টাকিতে সুকান্ত অসুস্থ হতেই বেনজির আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। খোঁচা দিয়ে বলেন, “সাংসদ জীবন অচিরেই শেষ হবে উপলব্ধি করে তিনি ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন। সেই জন্য একটা রিহার্সাল দিলেন।” এবার কার্যত একই রাস্তায় হেঁটে চাঁচাছোলা আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাফ বললেন, আন্দোলন থেকে পালাতে নাটক করছেন। আসলে আন্দোলন করা অভ্যাস নেই। নাদুসনুদুস চেহারা নিয়ে গাড়ির মাথায় লাফালেন। তারপর শুয়ে পড়লেন। আসলে পালাতে এই সব করলেন। উনি ছবি তোলা আর প্রচারের প্রতিযোগিতা করেছেন। দিল্লিতে ছবি পাঠাবেন যাতে রাজ্য সভাপতি থেকে না সরায়। কিছু লোককে উস্কে শুয়ে পড়লেন। সজ্ঞানে শুলেন। গাড়ির মাথায় বেশি অক্সিজেন পাচ্ছিলেন।
প্রসঙ্গত, এদিন টাকি থেকে সরস্বতী মূর্তি নিয়ে সন্দেশখালি যাচ্ছিলেন সুকান্ত। কিন্তু, পথ আটকায় পুলিশ। ইছামতীর তীরে পথেই বসেই সরস্বতী পুজো শুরু করে দেন। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশের গাড়ির উপর উঠে প্রতিবাদে ফেটে পড়েন সুকান্ত। পুলিশের সঙ্গে তুমুল বচসাও শুরু হয়। তখনই ধাক্কাধাক্কিতে পড়ে যান সুকান্ত। আঘাত পান। মাথায় ও শিরদাঁড়ায় আঘাত লেগেছে বলে খবর। অসুস্থ সুকান্তকে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলেও পরে দ্রুত তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। ঘটনায় ফুঁসছেন বিজেপি নেতারা। ফুঁসছেন দিলীপ ঘোষ। বলছেন, “আমার তো মনে হয় এই পরিস্থিতি আরও খারাপ হবে। গোটা বাংলাতেই ছড়িয়ে পড়বে বিক্ষোভ। সাধারণ মানুষ অত্যাচার সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছেছেন।” সূত্রের খবর, এদিন সুকান্তকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বিজেপির এক মহিলা কর্মীও।
যদিও কুণাল বলছেন, “কেউ যদি সাবমেরিনে উঠে লাফায়… ওনার উচিত ছিল সুইমিং কস্টিউমস পড়ে সাঁতরে সন্দেশখালি যাওয়া। যাওয়ার কথা সন্দেশখালি গেল ইছামতীর ঘাটে পুজো করতে।” একই সুর শান্তনুর গলায়। বললেন, “কোথাও আমরা দেখিনি কেউ ওনাকে ধাক্কা মারছেন, মারধর করছেন। কিন্তু হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন।” প্রসঙ্গত, এখনও তপ্ত সন্দেশখালি। উত্তপ্ত পরিস্থিতিতে ফের নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে বেশ কিছু জায়গায়।