Kunal Ghosh: বিদেশযাত্রায় কুণালকে ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে হাইকোর্ট জানাল, ‘রাজ্যের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করব না’

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 05, 2023 | 3:47 PM

Kunal Ghosh: বিচারপতি বলেন, "কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার স্বপক্ষে সিবিআই কোনও তথ্য পেশ করতে পারেনি।"

Kunal Ghosh: বিদেশযাত্রায় কুণালকে গ্রিন সিগন্যাল দিয়ে হাইকোর্ট জানাল, রাজ্যের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করব না
কুণালের বিদেশ যাত্রায় অনুমতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ শে সেপ্টেম্বর স্পেনে যাওয়ার জন্য অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুনাল ঘোষ। এই মামলা প্রসঙ্গেই বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।”
বিচারপতির আরও পর্যবেক্ষণ, কুণাল ঘোষ একজন অভিযুক্ত। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তাঁর বিদেশ যাত্রা আটকানো যায় না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কুণাল ঘোষের বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত মামলার শুনানি ছিল।

সেই শুনানিতে বিচারপতি বলেন, “কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার স্বপক্ষে সিবিআই কোনও তথ্য পেশ করতে পারেনি।” বিচারপতির মন্তব্য, এর আগেও কুণাল ঘোষ সিঙ্গাপুরে গিয়েছেন, আইন মোতাবেক ফেরত এসেছেন, আইনভঙ্গের কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠেনি।

তবে এই মামলায় বিচারপতি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্যও করেন। তিনি বলেন, “একজন বিচারাধীন অভিযুক্তকে রাজ্যের প্রতিনিধি হিসাবে বাণিজ্য সম্মেলনে নিয়ে যাওয়া নিয়ে রাজ্যের বুদ্ধিমত্তা প্রসঙ্গে আমি কোন মন্তব্য করব না।” এরপরই পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষকে বিদেশ যাত্রার অনুমতি দেয় আদালত। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে ফেরত দিতে হবে পাসপোর্ট।

আগামী ১২ সেপ্টেম্বর স্পেনের বাণিজ্য সম্মেলনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাচ্ছে রাজ্যের একটি প্রতিনিধি দলও। তার মধ্যে রয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা চলছে, তা তদন্তাধীন। তাই তাঁর বিদেশ যাত্রায় বাধা দেয় সিবিআই। তাদের দাবি, কুণাল বিদেশ গেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে।

বিদেশ যাত্রার অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল ঘোষ। মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, “‘কুণাল অভিযুক্ত হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তিনি বিদেশ গেলে তদন্ত কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারও কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি সিবিআই।” এরপরই তিনি তাঁর বিদেশযাত্রায় অনুমতি দেন।

Next Article