Kunal Ghosh: ‘কেষ্টা বেটাই চোর’, ভাইরাল হওয়া বিজ্ঞাপনকে ‘প্ররোচণা’ বললেন কুণাল ঘোষ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 19, 2022 | 6:41 PM

Kunal Ghosh: কুণালের দাবি বাংলা আর রবীন্দ্রনাথকে না বুঝেই এমন একটি বিজ্ঞাপন তৈরি করেছে আমূল। প্ররোচণা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

Kunal Ghosh: কেষ্টা বেটাই চোর, ভাইরাল হওয়া বিজ্ঞাপনকে প্ররোচণা বললেন কুণাল ঘোষ
গুজরাটের সংস্থার বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ তৃণমূল

Follow Us

কলকাতা : গত কয়েকদিনে রাজ্য রাজনীতিতে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। দিনভর দুর্নীতি, কালো টাকা, অভিযোগ, পাল্টা অভিযোগের চর্বিত চর্বণ। কে যে আসল আর কোনটা নকল, তারই কাটাছেঁড়া চলছে । তবে জন্মাষ্টমীর সকালে দেশের অন্যতম বড় দুধ উৎপাদনকারী সংস্থা তাঁদের বিজ্ঞাপনে এমন একটি লাইন ব্যবহার করেছে, যা দেখে আমবাঙালির ঠোঁটের কোণে হাসি ফুটেছে। হু হু করে চ্যাটবক্সে, সোশ্যালের ওয়ালে ছড়িয়েছে সেই বিজ্ঞাপন। ‘কেষ্টা বেটাই চোর’, বিজ্ঞাপনে ব্যবহার করা সেই কবিতার পংক্তি নিয়ে তীব্র আপত্তি জানাল তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিকৃতি করা হয়েছে বলে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আমূলের বিজ্ঞাপনে রসবোধের জন্য বরাবরই প্রশংসিত হয়েছে। শুক্রবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে সংস্থার তরফে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে রয়েছে সংস্থার তৈরি মাখনের বাক্সের ছবি, যাতে থাকা মাখনের খানিকটা খেয়ে নিয়েছে কেউ। পাশে লেখা, ‘কেষ্টা বেটাই চোর’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’ কবিতার একটি লাইন এটি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ‘কেষ্টা’কে বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের সঙ্গে মেলাতে শুরু করেছেন। বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ছেন না। আর তাতেই ক্ষুব্ধ শাসক দল।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, ‘গুজরাটের সংস্থা একটি বিজ্ঞাপন দিয়েছে। আমি কারও পক্ষে বলছি না, সমালোচনাও করছি না। কিন্তু এই বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের চরিত্র, রবীন্দ্রনাথের কাজকে বিকৃত করা হয়েছে। কুণালের কথায়, যাঁরা এই বিজ্ঞাপন তৈরি করেছেন, তাঁরা, তাঁরা না জানেন বাংলা, না জানেন বাংলার মাটি, না পড়েছেন রবীন্দ্রনাথ।’

তাঁর দাবি রবি ঠাকুরের পুরাতন ভৃত্য থেকে বিচ্ছিন্ন একটি লাইন ব্য়বহার করে প্ররোচণায় ইন্ধন দিয়েছে ওই সংস্থা। কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন ওই কবিতার অপর একটি লাইন, যত পায় বেত, না পায় বেতন, তবু না চেতন মানে। এই লাইনের ব্যাখ্যা করে কুণাল বলেন, ‘রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন ওই ভৃত্য তিরস্কার পায়, কাজের বদলে কিছুই পায়। তবুও সে অনুগত।’ তৃণমূল নেতার মতে, কবিতার আসল মানে না বুঝেই ‘কেষ্টা বেটাই চোর’ লাইনটি ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন তিনি।

যেহেতু গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের আদরের নাম ‘কেষ্ট’, তাই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সে দিকে ইঙ্গিত করে বিজ্ঞাপনের ব্যাখ্যা করেছেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা সমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আগে ছিলেন পোস্টার বয় আর এখন তাঁকে নিয়েই পোস্টার তৈরি হচ্ছে।’

Next Article