Kunal Ghosh on NCRB Report: দেশের সেরা কলকাতা হতেই কুণাল বললেন, ‘মমতার থেকে শেখা উচিত’

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 30, 2022 | 7:17 PM

Kunal Ghosh: কুণালের দাবি, দিল্লি সামলাতে না পেরেই বাংলার পিছনে লাগছে বিজেপি। এনসিআরবি রিপোর্টকে হাতিয়ার করে তীব্র কটাক্ষ।

Kunal Ghosh on NCRB Report: দেশের সেরা কলকাতা হতেই কুণাল বললেন, ‘মমতার থেকে শেখা উচিত’
এনসিআরবি রিপোর্টকে হাতিয়ার করে তীব্র কটাক্ষ কুণালের।

Follow Us

কলকাতা: ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (National Crime Records Bureau) পরিসংখ্যানে নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা। কেন্দ্রের এই রিপোর্টই বলছে অন্যান্য শহরের তুলনায় গুরুতর অপরাধের সবথেকে কম কলকাতাতে। এদিকে গরু পাচার থেকে নিয়োগ দুর্নীতি মামলায়, বাংলায় জোরদার তদন্ত চালাচ্ছে সিবিআই-ইডি। গ্রেফতারও হয়েছে শাসকদল তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। যা নিয়ে অস্তস্তি বেড়েছে তৃণমূলের। এই প্রেক্ষাপটে এবার এনসিআরবি (NCRB) রিপোর্টকে হাতিয়ার করে মোদী-শাহদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Trinamool spokesperson Kunal Ghosh)। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করতে দলের সঙ্কটকালে এবার এনসিআরবি রিপোর্টকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। “সুশাসন, নারী সুরক্ষা, আইন-শৃঙ্খলা কী করে ঠিক রাখতে হয় তা নরেন্দ্র মোদী, অমিত শাহ জি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন।” এদিন সাংবাদিক বৈঠকে পদ্ম শিবিরের বিরুদ্ধে এ ভাষাতেই খোঁচা দেন কুণাল। 

এদিকে সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে ২০২১ সালে কলকাতায় সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৯টি মেট্রো শহরের তুলনায় এই তালিকায় সবথেকে নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা। রিপোর্ট বলছে, গত বছর কলকাতায় ১১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। পাশাপাশি কলকাতায় গত বছর একটিও ধর্ষণের চেষ্টার অভিযোগ নথিভুক্ত হয়নি।

এই তথ্য তুলে ধরেই কুণালের দাবি, দিল্লি সামলাতে না পেরেই বাংলার পিছনে লাগছে বিজেপি। এনসিআরবি রিপোর্ট হাতে নিয়ে এদিন দিল্লি-কলকাতার তুল্যমূল্য বিচারও করেন কুণাল। তারপরেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধেও। সাংবাদিক বৈঠক থেকে কুণালকে বলতে শোনা যায়, “এনসিআরবির তথ্য বলছে কলকাতায় খুনের সংখ্যা ৪৫। কিন্তু, দিল্লিতেও ৪৫ আছে, পাশে আর একটা ৪, অর্থাৎ ৪৫৪। কলকাতায় ধর্ষণের সংখ্যা ১১। দিল্লিতে ১২২৬। নারী নির্যাতন কলকাতায় ১২৭। দিল্লিতে ১০২৩। ফলে এই তুলনা গুলো করলে দেখা যাচ্ছে মোদী-অমিত শাহ তাঁদের দিল্লি সামলাতে পারছেন না। অথচ বাংলার পিছনে লাগছে। তাই প্রতিহিংসার রাজনীতি না করে মমতার কাছ থেকে সুশাসনের শিক্ষা নেওয়া উচিৎ। কলকাতা নিরাপদতম শহর বলে চিহ্নিত হয়েছে আপনাদেরই সংস্থার রিপোর্ট।”

অন্যদিকে এদিন একইসঙ্গে এনসিআরবি রিপোর্ট তুলে ধকে বিজেপি শাসিত রাজ্যগুলির শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। প্রশ্ন তোলেন গুজরাত-অসনের আইন-শৃঙ্খলা নিয়েও। গুজরাত-অসম সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কুণাল বলেন, “দেখা যাচ্ছে নারী নির্যাতনে ১ নম্বর জায়গায় আছে অসম। সেখানেও ভারতীয় জনতা পার্টির সরকার। দেখা যাচ্ছে গুজরাত সেখানে দিনে পাঁচটি করে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত। বিজেপি যে নেতারা এখানে কুৎসা করেন তাঁরা যদি কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলি দেখে নেন তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গ ঐতিহ্য গরিমা অব্যাহত রেখেছে। নিরাপদতম শহর হিসাবে উঠে এসেছে কলকাতা।”

Next Article