Kunal Ghosh: শুভাপ্রসন্ন বাড়াবাড়ি করছেন, জমি বা পদ লাগবে কি না খোঁজ নেওয়া উচিত দলের: কুণাল

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Feb 23, 2023 | 5:25 PM

Kunal Ghosh: কুণাল ঘোষের কথায়, শুভাপ্রসন্ন বিষয়টি নিয়ে 'অত্যন্ত বাড়াবাড়ি' করছেন। সঙ্গে বাঁকা খোঁচা দিয়ে বলেন,'আমাদের দলের কারও ওনার সঙ্গে কথা বলা উচিত, ওনার কোনও জমি বা কমিটির পদ লাগবে কি না... তাহলে সব ঝামেলাগুলো মিটে যায়।'

Kunal Ghosh: শুভাপ্রসন্ন বাড়াবাড়ি করছেন, জমি বা পদ লাগবে কি না খোঁজ নেওয়া উচিত দলের: কুণাল
শুভাপ্রসন্নকে তোপ কুণাল ঘোষের

Follow Us

কলকাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International Mother Language Day) এক অনুষ্ঠানে শুভাপ্রসন্নের মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ‘পানি’ বা ‘দাওয়াত’-এর মতো শব্দগুলির বাংলা ভাষায় ব্যবহারের ক্ষেত্রে বেশ আপত্তির কথা শুনিয়েছিলেন শুভাপ্রসন্ন (Subhaprasanna)। সেই সময় দেশপ্রিয় পার্কের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং। তিনি শুভাপ্রসন্নের বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা ছিল, দাওয়াত শব্দটি বাংলাদেশের কথা। যাঁরা ওপার বাংলা থেকে এসেছেন, তাঁরা ওই ভাষাকেই গ্রহণ করেছেন। মমতার কথায়, ‘আমি মাতৃভাষাকে চেঞ্জ করতে পারি না। যেটা শিখে এসেছে, সেটা চেঞ্জ করবে কীভাবে?’ সেদিনের ঘটনার পর থেকে বেশ গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে শুভাপ্রসন্নর মতো একজন বুদ্ধিজীবী, যাঁকে অতীতে বহুবার মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে শিল্পী হিসেবে উপস্থিত থাকতে, তাঁর সঙ্গে মমতার এই দ্বিমতে আরও শোরগোল বেড়েছে।

বিষয়টি নিয়ে সেদিন ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চে আর কোনও পাল্টা বক্তব্য পেশ করার সুযোগ না পেলেও পরবর্তী সময়ে এক সংবাদমাধ্যমকে শুভাপ্রসন্ন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ‘রাজনৈতিক অসুবিধার’ কারণে আপত্তি জানিয়েছেন। এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, ‘শুভাপ্রসন্ন যদি সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভানুধ্যায়ী হন, তাহলে তাঁর উচিত এই অবাঞ্ছিত মন্তব্যগুলি বন্ধ করা। বাংলা ভাষা একটি স্রোত। দীর্ঘদিন ধরে চলে আসছে। সংস্কৃত ও অন্যান্য ভাষা থেকেও বিভিন্ন শব্দ বাংলা শব্দভাণ্ডারে চলে এসেছে। যত সময় যাচ্ছে, আমাদের কথাবার্তার মধ্যে এমন কিছু শব্দ আসছে, যা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় প্রয়োগ হয়ে থাকে। তা আমরা উদারমনে গ্রহণ করি। আমাদের পাশে বাংলাদেশ রয়েছে। তারা কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করেন, যা হয়ত আমরা বলি না। তাহলে কি ওনারা বাঙালি নন? এমনকী যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেন, এক এক জেলায় উচ্চারণ, শব্দ ব্যবহারের স্বতন্ত্র ধরণ, ঘরানা থাকতে পারে। তাহলে কি বলা যাবে এটি আসল বাংলা, এটি নয়?’

কুণাল ঘোষের কথায়, শুভাপ্রসন্ন বিষয়টি নিয়ে ‘অত্যন্ত বাড়াবাড়ি’ করছেন। সঙ্গে বাঁকা খোঁচা দিয়ে বলেন,’আমাদের দলের কারও ওনার সঙ্গে কথা বলা উচিত, ওনার কোনও জমি বা কমিটির পদ লাগবে কি না… তাহলে সব ঝামেলাগুলো মিটে যায়।’ শুভাপ্রসন্ন এই ইস্যুটিকে নিয়ে অকারণ বিতর্ক তৈরি করছেন বলেও মনে করছেন তিনি। শুভাপ্রসন্নকে আক্রমণ শানিয়ে বললেন,’উনি তো নিজের শিল্প সংস্থার নাম রেখেছেন আর্টস একর। তখন বাংলা ভাষায় শব্দ ব্যবহারের কথা মনে রাখেননি। এখন বাংলা ও বাঙালির ধ্বজা ধরে ঘুরে বেরাচ্ছেন।’ সঙ্গে কুণালের আরও সংযোজন, ‘আমাদের দলের উনি কেউ নন, উনি শুভানুধ্যায়ী।’

Next Article