Kunal Ghosh: অধিকারী পরিবারের করা মানহানির মামলায় স্বস্তিতে কুণাল

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 02, 2023 | 4:54 PM

Kunal Ghosh: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, আদালতের নির্দেশে গ্রুপ-সি-তে চাকরি যাওয়া ৫৫ জনের চাকরির সুপারিশ করেছিলেন শুভেন্দু অধিকারী।

Kunal Ghosh: অধিকারী পরিবারের করা মানহানির মামলায় স্বস্তিতে কুণাল
স্বস্তিতে কুণাল ঘোষ

Follow Us

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অপপ্রচার করছে তৃণমূল। যার জেরে মানহানি হচ্ছে তাঁর। এই অভিযোগ তুলে তৃণমূল মুখপত্র জাগো বাংলা ও মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠান তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। অধিকারী পরিবারের করা সেই মানহানির মামলায় হাইকোর্টে স্বস্তিতে কুণাল ঘোষ। সৌমেন্দুর করা কাঁথি কোর্টের শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে কুণালের সশরীর উপস্থিতিও মুকুব করেছিল হাইকোর্ট।
প্রসঙ্গত, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলার’ ফেসবুক পেজে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, আদালতের নির্দেশে গ্রুপ-সি-তে চাকরি যাওয়া ৫৫ জনের চাকরির সুপারিশ করেছিলেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি ‘জাগো বাংলার’ প্রথম পাতায় ‘গ্রেফতার চাই শুভেন্দু অধিকারী’ শীর্ষক একটি প্রতিবেদনও ছাপা হয়। তাতেও বক্তব্য ছিল কুণালের। এই প্রতিবেদনের জেরে বিরোধী দলনেতার মানহানি হয়েছে বলে দাবি করেছেন সৌমেন্দু অধিকারী।

সোমবার আইনজীবী মারফত কুণাল ঘোষকে আইনি নোটিস পাঠান সৌমেন্দু। পাশাপাশি ‘জাগো বাংলা’-র কর্তৃপক্ষকেও নোটিস পাঠানো হয়। ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণ দাখিলের কথা উল্লেখ করা হয়েছে এই নোটিসে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে। সেই মামলাতেই কাঁথি আদালতের শুনানিতে স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Next Article