Kunal Ghosh: তৃণমূলের ব্রিগেড সফল করতে উত্তর কলকাতাতেই মিছিল করলেন কুণাল

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 02, 2024 | 2:18 PM

Kunal Ghosh Rally: গতকালই উত্তর কলকাতার তৃণমূল সাংসদ তথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কামান দেগেছিলেন কুণাল। তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র পদ থেকে ইস্তফাও দিয়েছেন। তবে দলের ডাকা ব্রিগেড সফল করতে তিনি কিন্তু তৃণমূলের পতাকা নিয়ে মিছিলে পা মিলিয়েছেন।

Kunal Ghosh: তৃণমূলের ব্রিগেড সফল করতে উত্তর কলকাতাতেই মিছিল করলেন কুণাল
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: একদিকে বিদ্রোহের সুর। অন্যদিকে আবার দলের হয়ে মিছিল করছেন কুণাল ঘোষ। ১০ই মার্চ তৃণমূলের ‘জনগর্জন’ সভা রয়েছে ব্রিগেডে। তার আগে প্রচারে পথে নেমেছেন কুণাল। কর্মী-সমর্থকদের নিয়ে রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত চলছে মিছিল।

গতকালই উত্তর কলকাতার তৃণমূল সাংসদ তথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কামান দেগেছিলেন কুণাল। তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র পদ থেকে ইস্তফাও দিয়েছেন। তবে দলের ডাকা ব্রিগেড সফল করতে তিনি কিন্তু তৃণমূলের পতাকা নিয়ে মিছিলে পা মিলিয়েছেন। কুণাল বলেন, “কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ব্রিগেড ডাকা হয়েছে। তাই তৃণমূলের কর্মীরা পথে নেমেছেন যাতে ব্রিগেড সফল করা হয়।”

তবে তাৎপর্যপূর্ণ, যে উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে তিনি তোপ দেগেছিলেন গতকাল, আজ সেই উত্তর কলকাতাতেই মিছিল করলেন তিনি। এ দিন, সাংবাদিকদের বললেন, “এত বড় দল। এত বড় পরিবার। কিছু ইস্যু থাকতেই পারে। পরিবারের মধ্যে ইস্যু থাকতেই পারে। তবে যাদের মধ্যে তৃণমূলের রক্ত রয়েছে ১০ তারিখ তারা ব্রিগেড যাবে।” প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। আর তারপরই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন তিনি। কখনও তাঁর চেহারা শাহজাহানের মতো দেখতে বলে কটাক্ষ করেছেন, কখনও আবার ‘গ্রুপবাজির’ অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে। তবে এই নিয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Next Article