Prajapati Controversy: ‘আমার এতটুকুও ইচ্ছা ছিল না…’, প্রজাপতি বিতর্কে দেবের বাঁকা-খোঁচার জবাব কুণালের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 27, 2022 | 9:14 PM

Dev-Mithun: কুণাল ঘোষ সাফ জানিয়ে দিলেন, তাঁর এতটুকু ইচ্ছা ছিল না সিনেমা নিয়ে মন্তব্য করার। তিনি খুশি হতেন, যদি দিলীপ ঘোষের প্রাথমিক মন্তব্যের পরই দেব নিজের কথা জানাতেন।

Prajapati Controversy: আমার এতটুকুও ইচ্ছা ছিল না..., প্রজাপতি বিতর্কে দেবের বাঁকা-খোঁচার জবাব কুণালের
কী বলছেন কুণাল ঘোষ?

Follow Us

কলকাতা: নন্দনে প্রদর্শিত হচ্ছে না ‘প্রজাপতি’ (Prajapati)। আর তা নিয়েই বিশাল বিতর্ক দানা বেঁধেছে। প্রজাপতি সিনেমাটিতে দুই মুখ্য চরিত্রে রয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev) এবং বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর এই নিয়েই বিস্তর জলঘোলা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কুণাল ঘোষ (Kunal Ghosh) সম্প্রতি যে মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতে দেব জানিয়েছিলেন, কুণাল ঘোষের হয়ত সিনেমা নিয়ে পড়াশোনা নেই। এমনকী এও বলেছিলেন, সিনেমার বিষয়টি যেন তাঁর উপর ছেড়ে দেওয়া হয়। এবার দেবের সেই কথার উত্তর দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাফ জানিয়ে দিলেন, তাঁর এতটুকু ইচ্ছা ছিল না সিনেমা নিয়ে মন্তব্য করার। তিনি খুশি হতেন, যদি দিলীপ ঘোষের প্রাথমিক মন্তব্যের পরই দেব নিজের কথা জানাতেন।

তৃণমূল মুখপাত্র বললেন, “আমি দেবকে স্নেহ করি, পছন্দ করি, দেব ভাল সিনেমার কাজ করে। দেব যেটি বলেছে বলে আমি শুনেছি, যে দেব চান না সিনেমা নিয়ে দল থেকে কোনও মন্তব্য হোক। আমারও এতটুকু ইচ্ছা ছিল না সিনেমার উপর কোনও মন্তব্য করার। সেটা তাঁদের ব্যাপার। কিন্তু দিলীপ ঘোষ এটি নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছিলেন। সাংবাদিকরা তার প্রতিক্রিয়া আমার থেকে চেয়েছিলেন। আমিও স্বভাবতই রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছি।” সঙ্গে তিনি এও বলেন, “আমি সিনেমা নিয়ে মন্তব্য করতে চাইনি, আমি দিলীপ ঘোষের বক্তব্যের প্রতিক্রিয়ায় আমার বক্তব্য রেখেছি। আমি খুব খুশি হতাম যদি দিলীপ ঘোষ বিবৃতি দেওয়ার পরেই দেব তাঁর আবেদন রাখতেন যে সিনেমা নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের কথা না বলাই ভাল। দিলীপবাবু বলার পরেই যদি এই আবেদন করে দিতেন, তাহলে আমার মনে হয় আমার কাছে অবধি জল আসত না।”

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীর অভিনীত সিনেমা কেন নন্দনে প্রদর্শিত হল না, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। রাজ্যকে কটাক্ষ করে বলেছেন, ‘যেন বাপের সম্পত্তি’। দিলীপ ঘোষের সেই মন্তব্যের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও আবার দাবি করেছিলেন, সিনেমায় মিঠুনের অভিনয় ফ্লপ হয়েছে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করা দেবের আত্মঘাতী সিদ্ধান্ত বলেও ব্যাখ্যা করেছেন কুণাল।

কুণাল ঘোষের সেই মন্তব্যের পর মুখ খুলেছিলেন দেবও। টিভি নাইন বাংলাকে এক একান্ত সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ বলেছেন, “কুণাল ঘোষের হয়ত সিনেমা নিয়ে পড়াশোনা নেই।” কুণালের মন্তব্য প্রসঙ্গে দেব আরও বলেছিলেন, “আমি ওনাকে ছোট করে কিছু বলতে চাইছি না। যথেষ্ট সম্মানীয় একজন মানুষ। তবে আমি মনে করি সিনেমাটা আমার উপর ছেড়ে দেওয়া উচিত।” কেউ যাতে কোনও বিতর্ক তৈরি করে ছবিটার ক্ষতি না করেন, সেই অনুরোধও করেন দেব। এবার দেবের সেই বাঁকা খোঁচার জবাব দিলেন কুণাল।

Next Article