কলকাতা: বুধবার রাতে আরজি করে যেভাবে হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করেছে সব দল। রাতেই এক্স মাধ্যমে বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির রঙ না দেখেই ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। এবার তৃণমূল নেতা কুণাল ঘোষেরও বক্তব্য, রাজনৈতিক রঙ দেখার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “অ্যাকশন নেওয়া দরকার। এদের কোনও রাজনৈতিক রঙ দেখার প্রয়োজন নেই। যারা পাঠিয়ে থাকুক, যেই পাঠিয়ে থাকুক, কিছু দেখার দরকার নেই।” কারা হামলা চালাল? তারা কোথা থেকে এল? এই প্রশ্ন উঠছে। তারই মধ্যে তৃণমূল রাজনীতিক রঙ না দেখার কথা বলছে।
একইসঙ্গে ‘বাম-রাম অরাজকতা করতে চাইছে’ বলে বিরোধীদের আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি মনে করেন, বুধবার রাতের ঘটনায় পুলিশ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। সরকারকে বিব্রত করার জন্য কেউ এমনটা করল কি না, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল নেতা।
বুধবার রাতে যেভাবে TV9 বাংলাকে হামলার শিকার হয়ে হয়েছে, তার নিন্দা করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, সংবাদমাধ্যমের ওপর হামলার নিন্দা করছি।
RGKar.
রাতের ভাঙচুরে গ্রেপ্তার শুরু। সবকটাকে গ্রেপ্তার করতে হবে। যে দলের হোক। তৃণমূলের সঙ্গে যোগাযোগ থাকলেও। যদি কেউ বা কারা স্থানীয় রাজনীতির জন্য বামরামের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের হাসপাতাল রাজনীতির নোংরা স্বার্থে এসব করায়, তাদের কাউকে ছাড়া যাবে না। বামরাম এসব অশান্তি চাইছে।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 15, 2024
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)