RG Kar: থার্ড ফ্লোরকে কি তিনতলা বুঝেছিল ওরা? হয়ত এই ‘ভুলেই’ রক্ষা পেল সেমিনার হল

Sourav Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 15, 2024 | 4:15 PM

RG Kar News: জানা যাচ্ছে, হাসপাতালের ভিতরে ঢুকে সোজা উঠে যায় তিনতলায়। শুরু হয় ভাঙচুর। সিল করা দরজায় লাঠি-বাঁশ দিয়ে ভাঙা হয়। আন্দোলনরত পড়ুয়া বলেন, "এটা তো সন্দেহই নেই। হয়ত কোনওভাবে জেনেছিল থার্ড ফ্লোর।

RG Kar: থার্ড ফ্লোরকে কি তিনতলা বুঝেছিল ওরা? হয়ত এই ভুলেই রক্ষা পেল সেমিনার হল
আরজি করে ভাঙচুর
Image Credit source: Kolkata Police Facebook

Follow Us

কলকাতা: আরজি করে হামলার ঘটনায় দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় কী? মহিলাদের রাত দখলের দিনই কেন হামলা? তবে কি সেমিনার হল অর্থাৎ যেখান উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ সেইখানের সব প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা? উঠছিল প্রশ্ন। বৃহস্পতিবার দেখা গেল, কলকাতা পুলিশ একটি ফেসবুক পোস্ট করে জানায় সেমিনার হলের কোনও ক্ষতি হয়নি। কোনও তথ্য প্রমাণ বিকৃত হয়নি। তাহলে কেন ওই দিনই হামলা? হাসপাতালে পড়ুয়া চিকিৎসকদের দাবি, সেমিনার হল চার তলায়। অর্থাৎ ইংরেজিতে যাকে বলে থার্ড ফ্লোর। সেইটাই হয়ত গুলিয়ে ফেলে দুষ্কৃতীরা। তাই তিনতলায় ভাঙচুর চালায় তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

জানা যাচ্ছে, হাসপাতালের ভিতরে ঢুকে সোজা উঠে যায় তিনতলায়। শুরু হয় ভাঙচুর। সিল করা দরজায় লাঠি-বাঁশ দিয়ে ভাঙা হয়। আন্দোলনরত পড়ুয়া বলেন, “এটা তো সন্দেহই নেই। হয়ত কোনওভাবে জেনেছিল থার্ড ফ্লোর। আর এই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সৌভাগ্যক্রমে ওদের এই ভুলটা হয়েছিল। নয়ত সেমিনার রুম কেন বাকি আর কিছুই থাকত না।”

হাসপাতালের নার্সদের বক্তব্য, সেকেন্ড ফ্লোর মানে বাংলায় তিন তলা। আর যাঁরা এসেছিল তাঁদের কাছে তথ্য ছিল থার্ড ফ্লোর। অর্থাৎ বাংলায় চার তলা। আর এটাই অভিযুক্তরা বুঝে উঠতে পারেননি। তাই তিন তলায় গিয়ে ইএনটি বিভাগের দরজায় ভাঙচুর করে তারপর ক্ষান্ত হয়। সেমি

 

 

Next Article