কলকাতা : সম্প্রতি শুভেন্দু অধিকারীর ‘মর্নিং ওয়াক’ সম্পর্কিত মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সেই ‘মর্নিং ওয়াক’ বা প্রাতঃভ্রমণ নিয়েই এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ করেন আর সেটা বেশ স্বাস্থ্যকর বিষয়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন কুণাল ঘোষ।
সম্প্রতি কারও নাম না করে হাজরার সভা থেকে শুভেন্দু দাবি করেছেন, তিনি মর্নিং ওয়াকে বেরিয়ে উল্টোপাল্টা কথা বলেন না। তাঁর এই মন্তব্যের পরই দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, ‘আমাকে দেখে অনেকেই মর্নিং ওয়াক করছেন। সকালে ওঠার জন্য দম চাই।’ দিলীপ ঘোষও অবশ্য কারও নাম নেননি। আর এবার সেই ‘মর্নিং ওয়াক’ তরজায় মুখ খুললেন কুণাল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, দিলীপ ঘোষ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে যে সব কথা বলেন, তার জবাব দেওয়ার জন্য তৃণমূল নেতাদেরও আরও সকাল সকাল উঠতে হচ্ছে, আর সেটা নাকি বেশ স্বাস্থ্যকর বিষয়। কুণাল জানান, সম্প্রতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা হতেও নাকি এমন কথা বলেছেন তিনি। কুণালের দাবি, তিনি বিজেপি সাংসদকে বলেছেন, ‘আপনি এত সকাল সকাল তরজা শুরু করে দেন, তার উত্তর দিতে আমাদেরও ১ ঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হচ্ছে।’
সেই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী সকালে উঠতে পারেন না বলে ‘হিংসা’ করছেন। একই সঙ্গে কুণাল উল্লেখ করেছেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে, দিলীপ ঘোষ বিভিন্ন ধরনের কথা বলেন, যার উত্তরও দেয় তৃণমূল তবে প্রাতঃভ্রমণের অভ্যাসটাকে সমর্থন করেন তিনি।
উল্লেখ্য, কারও নাম উল্লেখ করা না হলেও প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজনৈতিক মন্তব্য করার সংস্কৃতি শুরু করেছেন দিলীপ ঘোষই। কলকাতায় থাকলে প্রায় প্রতিদিনই সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা ইস্যুতে জবাব দিয়ে থাকেন দিলীপ।