Kunal Ghosh: মিঠুনের পদ্মভূষণ ‘বেইমানি-কুৎসার পারিশ্রমিক’, বললেন কুণাল

Supriyo Guha | Edited By: সায়নী জোয়ারদার

Jan 26, 2024 | 2:24 PM

Kunal ghosh: এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানো নিয়েও জলঘোলা হয়েছিল। সে সময় অবশ্য বিজেপি সরব হয়। তাদের বক্তব্য ছিল, রাজনীতি করেই মিঠুন চক্রবর্তীর মতো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি।

Kunal Ghosh: মিঠুনের পদ্মভূষণ বেইমানি-কুৎসার পারিশ্রমিক, বললেন কুণাল
কুণাল ঘোষ ও মিঠুন চক্রবর্তী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: প্রতি বছর ২৬ জানুয়ারির আগে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্র। বৃহস্পতিবারই সেই তালিকা প্রকাশিত হয়েছে। পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তাঁর এই পদ্ম পুরস্কার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল। নাম না করে দলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে ২০১৪-এর পর যে কোনও সময় পেতেন। এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার।’

এরই পাল্টা কুণালকে খোঁচা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, “তিন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা পদ্ম পুরস্কার পাচ্ছেন, আর তা নিয়ে সাড়ে ৩ বছর জেল খাটা একজন কটাক্ষ করছেন।” সুকান্তের বক্তব্য, মিঠুনদা তো তাঁর জীবনের একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন। কুণাল ঘোষকে পেলে উত্তর কলকাতার লোকজনই এর জবাব দিন সেটাই দাবি সুকান্তের।

এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানো নিয়েও জলঘোলা হয়েছিল। সে সময় অবশ্য বিজেপি সরব হয়। তাদের বক্তব্য ছিল, রাজনীতি করেই মিঠুন চক্রবর্তীর মতো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি।

পদ্ম পুরস্কার প্রাপক হিসাবে মিঠুনের নাম ঘোষণার পর তিনি একটি ভিডিয়ো বার্তা দেন। সেখানে বলেন, “আমি গর্বিত, আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। আমি জীবনে কখনও নিজের জন্য কারও কাছে কিছু চাইনি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ সেটা উপলব্ধি করছি।”

Next Article