Kuntal Ghosh College: প্রাক্তন স্পিকার মীরা কুমারের ট্রাস্টের বিল্ডিং-এ চলত কুন্তলের কলেজ, চার্জশিটে বিস্ফোরক দাবি ED-র

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2023 | 2:14 PM

Kuntal Ghosh College: ইউপিএ জমানায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন কংগ্রেস নেত্রী মীরা কুমার।

Kuntal Ghosh College: প্রাক্তন স্পিকার মীরা কুমারের ট্রাস্টের বিল্ডিং-এ চলত কুন্তলের কলেজ, চার্জশিটে বিস্ফোরক দাবি ED-র
মীরা কুমারের ট্রাস্ট কি আদৌ জানত?

Follow Us

কলকাতা : কুন্তল ঘোষের বিএড কলেজের কথা প্রকাশ্যে এসেছে আগেই। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই সে সব কলেজ খোলা হয়েছিল বলে দাবি করেন তদন্তকারীরা। এবার সেই কুন্তলের বিএড কলেজের সঙ্গেই জড়িয়ে গেল লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের নাম। হুগলির ধনেখালিতে ডিডিসিএল নামে মীরা কুমারের যে ট্রাস্ট রয়েছে, তাতেই রমরমিয়ে চলত কুন্তলের কলেজ! চার্জশিটে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কলেজ থেকে মাসে মাসে ৪০ হাজার বেতন পেতেন কুন্তল। প্রশ্ন উঠছে, মীরা কুমারের ওই ট্রাস্ট কি আদৌ কুন্তলের কলেজ সম্পর্কে অবগত ছিল? নাকি কুন্তলের প্রভাবের কাছে ট্রাস্ট কর্তৃপক্ষকে নতিস্বীকার করতে হয়েছিল?

‘ইন্দ্রানী দেবী ইনস্টিটিউট অব এডুকেশন’ কলেজটি ৩২ লক্ষ টাকায় তৈরি করেছিলেন কুন্তল ঘোষ। এই কলেজ চালাত নিউ হরাইজন সোসাইটি। এই সোসাইটিতে সেক্রেটারি ছিলেন কুন্তল নিজে। যুক্ত ছিলেন তাঁর স্ত্রী জয়শ্রী ঘোষও। সোসাইটির সদস্য হিসেবেই ৪০ হাজার টাকা করে বেতন পেতেন কুন্তল।

ইডি-র দাবি, ৩২ লক্ষ টাকা খরচ করেছিলেন কলেজ চালু করার জন্য। তবে তদন্তকারীদের অনুমান, সেই টাকার অঙ্কটা নাকি নিছকই খাতায়-কলমে আছে। আদতে বিনিয়োগের অঙ্ক প্রায় কোটি টাকার কাছাকাছি ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। ইডি-র অনুমান ট্রাস্টকে অন্ধকারে রেখেই দুর্নীতির টাকায় কলেজ চালাচ্ছিলেন কুন্তল। আর হুগলিতে তাঁর কেমন প্রভাব ছিল, তা অনেকেরই জানা। ইউপিএ জমানায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন কংগ্রেস নেত্রী মীরা কুমার।

এছাড়া ইডি-র চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় ৪২ কোটি টাকা দিয়ে লিজে হাসপাতাল কিনতে চেয়েছিলেন কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল। ‘বড়মা হাসপাতাল’ কেনার কথা ছিল তাঁদের। লিজ এগ্রিমেন্টও হয়ে গিয়েছিল। সেই বাবদ ১ কোটি টাকা দেওয়ার কথা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

Next Article