কলকাতা: সম্প্রতি বঙ্গভঙ্গের সম্ভাবনা উস্কে দিয়েছিলেন কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। তিনি স্পষ্টতই জানিয়েছিলেন ‘লোকসভা নির্বাচনের আগেই পৃথক রাজ্য হবে।’ পৃথক রাজ্য নিয়ে অনন্ত মহারাজের দাবি কার্যত সমর্থন করে বঙ্গভঙ্গ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কার্শিয়াংয়ের বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপি বিধায়ক বলেন, “অনন্ত মহারাজও পৃথক রাজ্যের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উপহার পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে, তা সত্ত্বেও তিনি বঙ্গভঙ্গের কথা বলছেন। তার মানে কি আমরা ধরে নেব যে মনে মনে দিদিরও বঙ্গভঙ্গের ইচ্ছা রয়েছে? এমনটা যদি হয়, তবে তা আমাদের জন্য অত্যন্ত ভাল খবর।”
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি বিধায়কের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও বঙ্গভঙ্গের ইচ্ছে রয়েছে এবং অনন্ত মহারাজের মাধ্যমেই সেই ইচ্ছা প্রকাশিত হয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে অনন্ত মহারাজকে দেখা গিয়েছে। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে একান্ত বৈঠক হয়। বৈঠকের পর অনন্ত রায় দাবি করেন, কেন্দ্রের তরফে কেন্দ্র শাসিত অঞ্চল করা নিয়ে সায় রয়েছে। তাঁকে এ নিয়ে প্রচার করতে বলা হয়েছে বলেও দাবি করেন অনন্ত রায়। যদিও, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট করে দেন, তাঁদের কাছে এমন নির্দেশ আসেনি উপর থেকে।
এর মধ্যে নতুন করে বিজেপি বিধায়কের এই দাবি বঙ্গভঙ্গের আগুনে ঘি ঢাললো বলে মনে করছে রাজনৈতিক মহল। বিভিন্ন সময়ে একাধিকবার পৃথক রাজ্যের দাবি নিয়ে সরব হয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। তাঁর দাবি ছিল, বিধায়ক হিসেবে নয় উত্তরবঙ্গের বাসিন্দা হিসেবে তিনি যে বঞ্চনা ছবি প্রত্যক্ষ করেছেন, তার ভিত্তিতেই পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার টিভি৯ বাংলাকে বলেন, “মিথ্যে কথা ও বাজে কথা বলার কোনও প্রয়োজন নেই। বিজেপি শীর্ষ নেতৃত্ব বলছেন কোনওভাবেই কোনও রাজ্যভাগ করা হবে না। খোদ অমিত শাহ এই কথা বলে গিয়েছেন। মমতা সঙ্গে একমাত্র নরেন্দ্র মোদী বা অমিত শাহের তুলনা চলে, এই সব ছোটখাটো চুনোপুঁটি নেতার কথার গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই।”