Lake Town Child Death: চার দিন ধরে নিখোঁজ, সিসিটিভিই দেখিয়ে দিল কীভাবে মৃত্যু হয়েছে ৪ বছরের শিশুর

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 29, 2023 | 4:50 PM

Lake Town Child Death: পরিবারের তরফ থেকে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রথমে এই মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। গত চারদিন ধরে পুলিশ বিভিন্ন জায়গায় শিশুটির খোঁজ চালাচ্ছিল। এমনকি বিধান নগর পুলিশের সামাজিক মাধ্যমেও ছবি-সহ পোস্ট করা হয়েছিল।

Lake Town Child Death: চার দিন ধরে নিখোঁজ, সিসিটিভিই দেখিয়ে দিল কীভাবে মৃত্যু হয়েছে ৪ বছরের শিশুর
নিখোঁজ শিশুর দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: চার দিন ধরে নিখোঁজ পর ডোবা থেকে উদ্ধার হল চার বছরের শিশুর দেহ। দক্ষিণদাঁড়ির ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। সিসিটিভিতে ধরা পড়েছে এমন কিছু দৃশ্য, তা রীতিমতো শিউরে ওঠার মতো। জানা গিয়েছে, সোমবার দুপুরের পর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় চার বছরের ওই শিশুটি। ইস্তাক আনসারি নামে দক্ষিণদাঁড়ির এক বাসিন্দার ছেলের নাম ইস্তাভ্রেজ আনসারি। পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। পরে দক্ষিণ দাঁড়ি এলাকার ২৪ নম্বর রেলগেটের কাছে একটি ডোবা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়।

পরিবারের তরফ থেকে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রথমে এই মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। গত চারদিন ধরে পুলিশ বিভিন্ন জায়গায় শিশুটির খোঁজ চালাচ্ছিল। এমনকি বিধান নগর পুলিশের সামাজিক মাধ্যমেও ছবি-সহ পোস্ট করা হয়েছিল। বুধবার লেকটাউন থানার পুলিশ দক্ষিণদাঁড়ি এলাকায় ২৪ নম্বর রেলগেটের কাছে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছিল। একটি ডোবার মধ্যে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশ। শিশুটির দেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার গৌরব শর্মা। দেহটি উদ্ধার করে আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারনে মৃত্যু যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছিল, খেলতে গিয়ে ডোবায় পড়ে গিয়েই মৃত্যু হয়েছে শিশুটির। সামনে এসেছে একটি সিভিটিভি ফুটেজ। তাতে খানিকটা এই বিষয়টিই মান্যতা পেল।

যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, শিশুটি বাড়ি থেকে বেরিয়ে এক কিলোমিটার মতো হাঁটে। তারপর রাস্তার ধারের রেলিং টপকে জলাশয়ের দিকে যায়। জলের গভীরতা শিশুটি বুঝতে পারেনি। জলে নামতেই শিশুটি ডুবে যায় বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকরা। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ মনে করছে অসাবধনতার বশেই খেলতে গিয়ে শিশুটি পড়ে গিয়েছে।

Next Article