Land Mafia in Belghoria: ‘বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হবে’, দমদমে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে কারা?

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 30, 2023 | 10:11 AM

Land Mafia in Belghoria: আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Land Mafia in Belghoria: বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হবে, দমদমে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে কারা?
এই ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

দমদম: বাড়ি ছেড়ে দিন, নাহলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হবে। এমনই হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে দমদম পুরসভা এলাকার বেশ কয়েকটি পরিবার। শুধু হুমকি নয়, কারও কারও পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। আকবর আলি মণ্ডল নামে এক যুবক কিছু লোকজনকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। রীতিমতো আতঙ্কে আছেন বাসিন্দারা। ইতিমধ্যে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওই এলাকা। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে রামকৃষ্ণগড় এলাকার একাধিক বাসিন্দার একই অভিযোগ। জমি না দিলে ভয় দেখানো হচ্ছে জবরদখলের। বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে! জমি মাফিয়ারাই এই কাজ করছে বলে দাবি বাসিন্দাদের। হুমকি দেওয়ার সময় তাঁদের কিছু ভুয়ো কাগজ দেখানো হচ্ছে বলেও অভিযোগ।

সুদীপ ভৌমিক। ২০১২ সালে জমি কিনেছিলেন ওই রামকৃষ্ণগড় এলাকায়। তাঁর অভিযোগ, মাস দুয়েক আগে এসে আকবর আলি ও তাঁর লোকজন পাঁচিল ভেঙে দেয়। শহরের বুকে এমনটা ঘটবে, সেটা ভাবতেও পারেননি তাঁরা। একই অভিযোগ, এলাকার আরও এক বাসিন্দা দীপঙ্কর সরকারের। তিনি জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ তাঁর। তাঁর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে। আপাতত প্রশাসনের মুখের দিকেই তাকিয়ে আছেন তাঁরা।

দমদম পুরসভার পুরপ্রধান হরিন্দার সিং-কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার কাছে এমন কোনও অভিযোগ আসেনি। কেউ এমন করলে, আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার নেব।”

Next Article