Bangla NewsKolkata Large ED's 15 teams out on friday morning, investigation starts in Kolkata and suburabs
ED Investigation UPDATES: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় আটক ৫
ED Investigation: সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে সফল হয়েছে ইডি। তারপরই এই অভিযান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তেই এই তল্লাশি চালানো হচ্ছে।
একাধিক জায়গায় চলছে তল্লাশি
Image Credit source: TV9 Bangla
Follow Us
সন্দেশখালির সরবেড়িয়া গ্রামের ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
সল্টলেকে সিআরপিএফ-এর অফিস থেকে বাড়তি বাহিনী বেরচ্ছে। সূত্রের খবর, মোট ২০ জন জওয়ান তৈরি হয়েছেন বেরনোর জন্য। মধ্যমগ্রাম থেকে এক সেকশন বাহিনী আসছে। প্রথমে আক্রান্তদের কাছে পৌঁছবেন তাঁরা। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে সরবেড়িয়া যাবেন কি না।
সিঁথিতে বিটি রোডের পাশেই এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে ইডি। এটি গোপাল বণিক নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি বলে জানা গিয়েছে। পেল্লাই এই বাড়ির নাম ‘রানি কুঠি।’
ইডি অভিযান ঘিরেই এদিন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালির সরবেড়িয়ায়। শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়তে হয় আধিকারিকদের। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এক ইডি অফিসারের। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে চলে ভাঙচুর।
ইডি-র ওপর হামলা সরবেড়িয়ায়
জানা গিয়েছে বিজয়গড়ের যে ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি, তাঁর মালিকের নাম কল্যাণ সিংহ রায়। তিনি পেশায় চ্যার্টার্ড অ্যাকাউনট্যান্ট বলে জানা গিয়েছে।
সকাল ৮ টা নাগাদ বিজয়গড়ের একটি ফ্ল্যাটের চার তলায় হানা দিয়েছে ED। ওই ফ্ল্যাটে কে আছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে পুরো আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বিজয়গড়ের বহুতলে ইডি
শঙ্কর আঢ্য ও তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য দুজনেই কাউন্সিলর ছিলেন। সূত্রের খবর, রাজনীতির সূত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁদের। কয়েকদিন আগে ইডি তলব করেছিল শঙ্কর আঢ্যকে। কিন্তু হাজিরা দেওয়ার বদলে কিছু নথি পাঠিয়ে দেন তিনি।
সকাল ৭ টা বেজে গেলেও জানা যায়নি, ঠিক কোথায় যাচ্ছেন ইডি আধিকারিকরা। ২টিম যাচ্ছে উত্তর পরগনার বনগাঁর দিকে, কলকাতায় রয়েছে ৪টি টিম। এছাড়া বাসন্তী হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে বাকি ৯টি টিম।
ঘড়িতে তখন ভোর ৪টে। সিজিও কমপ্লেক্স থেকে বেরতে শুরু করে একের পর এক গাড়ি। আধিকারিকদের প্রস্তুতিই বলে দিচ্ছে, শুক্রবার দিনভর চলবে তল্লাশি। সকালের আলো ফোটার আগেই একে একে ইডি (ED)-র ১৫টি টিম। কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলি পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের পার্কিং-এর কাছে। সেখানে সবকটি টিম একত্রিত হওয়ার পর রওনা হয় বিভিন্ন দিকে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বছরের শুরুতেই কোন কোন ঠিকানায় যাচ্ছেন তদন্তকারীরা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তেই এই তৎপরতা। উত্তর ২৪ পরগনায় কয়েকটি টিম যাচ্ছে।