কলকাতা: সকালবেলা ঠান্ডা হাওয়ায় কাবু বাঙালি। বাইরে বেরলই হু-হু করে বইছে হওয়া। বছরের দ্বিতীয় দিনে আরও বাড়ল ঠান্ডা। তবে শীতপ্রেমীদের জন্য দুঃখের খবর আগেই দিয়েছে হওয়া অফিস। এই ঠান্ডা কিন্তু স্থায়ী হবে না। সপ্তাহের শেষে আবার সেই পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে হবে ঠান্ডার দফারফা। তবে এই কয়েকদিনই চুটিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে বাঙালি।
বৃহস্পতিবার কোথায় কত তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলেছে, আজ কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর শহরতলির দমদমে তাপমাত্রা ১২.৪ ডিগ্রি তাপমাত্র। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে ৮.৫ ডিগ্রিতে আর ৯.১ ডিগ্রি আসানসোলের পারদ। বাঁকুড়া ৯.৯ ডিগ্রি, মেদিনীপুর ১১.৩ ডিগ্রি। অপরদিকে, কালিম্পংয়ের থেকে শ্রীনিকেতনে বেশি তাপমাত্রা। সেখানকার তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস।
এ দিকে, হাওয়া অফিস বলছে ইতিমধ্যেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে ফের বৃষ্টি-বাদলের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরে হাওয়ার জোগান কমবে। যার কারণে তাপমাত্রা বাড়তে বাড়তে রবিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই কমে যাবে।