Nazrul Mancha: অবহেলা আর দায়িত্বজ্ঞানহীনতায় মৃত্যু কেকে-র! পুলিশ কমিশনারকে আইনি নোটিস

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 03, 2022 | 8:59 PM

Nazrul Mancha: নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই হোটেলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপরই মৃত্যু। আর সেই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Nazrul Mancha: অবহেলা আর দায়িত্বজ্ঞানহীনতায় মৃত্যু কেকে-র! পুলিশ কমিশনারকে আইনি নোটিস
মঙ্গলবারের অনুষ্ঠানে কেকে। ছবি:PTI

Follow Us

কলকাতা : গত মঙ্গলবার সন্ধ্যায় যা ঘটেছে, তা হয়ত অনেক দিন পর্যন্ত মনে রাখবে কলকাতাবাসী। বিশেষত প্রিয় শিল্পীর গান শুনতে যাঁরা নজরুল মঞ্চে গিয়েছিলেন, তাঁরা ৭২ ঘণ্টা পরও মেনে নিতে পারছেন না কেকে আর নেই। মুম্বইয়ের শিল্পীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শুধু কলেজ কর্তৃপক্ষ নয়, কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও রীতিমত প্রশ্ন উঠেছে। ২৭০০ লোকের জায়গা হয় যেখানে, সেখানে ৭০০০ শ্রোতা প্রবেশ করল, অথচ কিছুই করতে পারল না পুলিশ! এসি কাজ করছে না, এটাই বা দেখা হয়নি কেন? এই সব প্রশ্ন যখন সামনে আসছে, তারই মধ্যে আইনি নোটিস দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনারকে।

শুধুমাত্র কলকাতা পুলিশের কমিশনার নয়, গুরুদাস কলেজের অধ্যক্ষ, নজরুল মঞ্চ কর্তৃপক্ষকেও আইনি নোটিস দেওয়া হয়েছে। শুক্রবার আইনজীবী সৌম্যশুভ্র রায় এই আইনি নোটিস দিয়েছেন। প্রয়োজনে জনস্বার্থ মামলা দায়ের করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। আইনজীবীর দাবি, ‘আন্তর্জাতিক তারকা কেকে-র মৃত্যুর জন্য দায়ী অবহেলা আর দায়িত্বজ্ঞানহীন মানসিকতা।’ পুলিশ, প্রশাসন, নজরুল মঞ্চ কর্তৃপক্ষ, গুরুদাস কলেজ কর্তৃপক্ষ প্রত্যেককেই অবহেলার জন্য দায়ী করেছেন তিনি।

আইনজীবী আরও দাবি করেছেন, কেকে-র মৃত্যুর আসল কারণ খুঁজতে সঠিক পদক্ষেপ করতে হবে পুলিশকে। কেকে-র মৃত্যুর পিছনে আসল সত্যিটা কী? সেটা উন্মোচনের জন্য যথাযথ পদক্ষেপ করার আবেদন জানিয়েই এই নোটিস দেওয়া হয়েছে। কেকে-র মৃত্যুর জন্য দায়ী যাঁরা, তাঁদের চিহ্নিতকরণের আবেদনও জানানো হয়েছে। পদক্ষেপ না করা হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী।

উল্লেখ্য, ইতিমধ্যেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়েছেন। তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেকে-র মৃত্যুর আসল কারণ জানতে সিবিআই তদন্তের আর্জিও জানিয়েছেন তিনি। ওখানে কোনও পুলিশ কর্মী কেন ছিলেন না? এসি যখন চলছিল না, তখন কী ভাবে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল? এ সব প্রশ্নই তুলেছেন তিনি। তবে ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। কলেজের অনুষ্ঠান নিয়ে লালবাজারের তরফে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে।

Next Article