বইপ্রেমীদের জন্য সুখবর, রবীন্দ্রসদন চত্বরে ফিরছে লিটল ম্যাগাজিন মেলা

Jan 10, 2021 | 10:06 AM

গত তিন বছর বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। আগের মতোই এ বছর রবীন্দ্রসদন চত্বরে অনুষ্ঠিত হবে লিটল ম্যাগাজিন মেলা। তবে করোনার কারণে এবার দেওয়া হবে না কোনও পুরস্কার।

বইপ্রেমীদের জন্য সুখবর, রবীন্দ্রসদন চত্বরে ফিরছে লিটল ম্যাগাজিন মেলা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হবে ৩-৭ ফেব্রুয়ারি রবীন্দ্রসদন চত্বরে। এর আগে রবীন্দ্রসদন চত্বরে অনুষ্ঠিত হলেও গত তিন বছর বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। আগের মতোই এ বছর রবীন্দ্রসদন চত্বরে অনুষ্ঠিত হবে লিটল ম্যাগাজিন মেলা। তবে করোনার কারণে এবার দেওয়া হবে না কোনও পুরস্কার।

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির কর্ম পরিষদের সদস্য প্রসূন ভৌমিক বলেন, “সুরক্ষা বিধি মেনে লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। প্রতিবার মেলার আগে অংশগ্রহণ করতে ইচ্ছুক লিটল ম্যাগাজিনের সম্পাদকদের আবেদন করার আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির জেরে শুধুমাত্র গত বছর অংশ নেওয়া পত্র-পত্রিকার সম্পাদকদের ফোন করে আমন্ত্রণ জানানো হবে।”

আরও পড়ুন: শীতের শহরে নেই বইমেলা, করোনা-কাঁটায় ‘বিষাদী’ বইপ্রেমী থেকে বইবাজার

২০১৭ সালে শেষবার লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয় রবীন্দ্রসদন চত্বরে। সেবার দু’ভাগে বিভক্ত হয় মেলা। একটা অংশ রবীন্দ্রসদন চত্বরে অন্য অংশ উল্টো দিকের মোহরকুঞ্জে। মধ্যবর্তী রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় ওই বছর। পরের বার মেলা চলে আসে বিধাননগরে।

অন্যদিকে, তিন বছর বাদে ফের রবীন্দ্রসদন চত্বরে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হবে বলে খুশি অনেকেই। ২০১৮ সালে রবীন্দ্র ওকাকুরা ভবনে মেলা স্থানান্তরিত হলে অনেকে প্রতিবাদ করেন। তৈরি হয় নতুন কমিটি– ‘বাংলা লিটল ম্যাগাজিন ফোরাম’। ভারত সভা হলে অনুষ্ঠিত হয় বিকল্প লিটল ম্যাগাজিন মেলা।

বাংলা লিটল ম্যাগাজিন ফোরামের সহ-সভাপতি তমাল রায় বলেন, “আমরা মেলার জায়গার বিরোধী ছিলাম, মেলার বিরোধী নয়। লিটল ম্যাগাজিন মেলা আগের জায়গায় ফিরছে শুনে ভাল লাগল। আমরা তো এটাই চেয়েছিলাম। জায়গা পরিবর্তনের কারণে প্রতিবাদ করেছিলাম। তিন বছর পর আগের জায়গায় ফিরছে। যদিও এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আমাদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করেনি।” তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কারণে এবার তাদের ফোরামের মেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ওই কমিটির সদস্য মিতুল দত্ত বলেন, “আমরা প্রথম থেকেই চেয়েছিলাম লিটল ম্যাগাজিন মেলা যেন রবীন্দ্রসদন চত্বরে হয়। কিন্তু তা চলে গিয়েছিল বিধাননগরে। অথচ তারপরেও বহু মেলা-উৎসব হয়েছে রবীন্দ্রসদন চত্বরে! তিন বছর বাদে এই মেলা ফিরে আসছে আগের জায়গায়, এটা অত্যন্ত আনন্দের খবর।”

Next Article