কলকাতা: শনিবার-রবিবার ট্রেন বাতিল যেন রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। পুজোর মুখে ফের ট্রেন বাতিল হাওড়া শাখায়। হাওড়া থেকে বর্ধমান, তারকেশ্বর, ব্যান্ডেল, ডানকুনিগামী একাধিক ট্রেন বাতিল থাকছে আগামী ১৫ অক্টোবর রবিবার। তিনটি লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ থেকেও। একইসঙ্গে বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। বাতিলের খাতায় থাকছে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খনা-গুমানি শাখার একাধিক লোকাল ট্রেন। সোজা কথায় পুজোর মুখে মহালয়ার পরেরদিনই ফের যাত্রী দুর্ভোগ চরমে উঠতে চলেছে। যদিও ইতিমধ্যেই সে কারণে রেলের তরফ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে সিগন্যাল, রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ ও ওভারহেডের তারে কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। সে কারণেই বেশ কিছু লোকাল ট্রেন চালানো সম্ভব হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে।
১৫ অক্টোবর বাতিলের তালিকায় থাকছে
হাওড়া থেকে: 36825, 36827, 37315
বর্ধমান থেকে: 36842,36844
ব্যান্ডেল থেকে: 37749
তারকেশ্বর থেকে: 37326
কাটোয়া থেকে: 37748,03095
আজিমগঞ্জ থেকে: 03096
ডানকুনি থেকে: 32230, 32232, 32234
শিয়ালদহ থেকে: 32229, 32231, 32233
একইসঙ্গে তারকেশ্বর, হাওড়া, কলকাতা ও রামপুরহাট থেকে বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে। অন্যদিকে 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস, 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, 12304 নতুন দিল্লি – হাওড়া এক্সপ্রেস, 03112 গোড্ডা – শিয়ালদহ মেমু স্পেশালের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।