কলকাতা: এ বছর নাকতলার পুজোর (Durga Puja) ভার নিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। সেখানকার পুজোর অন্যতম পৃষ্ঠপোষক তিনি। নতুন অভিভাবক পেয়েছে নাকতলা (Naktala)। আর আগামিকাল ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে উদ্বোধন হতে চলেছে নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর। মহালয়ার বিকেলে বাড়ি থেকেই ভার্চুয়ালি নাকতলা-সহ শহরের অনেকগুলি বড় পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এককালে এই নাকতলার পুজোর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি একবছরের বেশি সময় ধরে জেলবন্দি। গতবছরের দুর্গাপুজোর সময়েও পার্থ জেলেই ছিলেন। সেই বার নাকতলার পুজোর উদ্বোধনে যেতে পারেননি মুখ্যমন্ত্রীও। তবে এবার শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি নাকতলার পুজোর উদ্বোধনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, কলকাতার আরও একটি বড় পুজোর পৃষ্ঠপোষক মন্ত্রী অরূপ বিশ্বাস। সুরুচি সংঘের পুজো। গতবছর নাকতলা উদয়ন সংঘ একপ্রকার অভিভাবকহীনভাবে পুজো করার পর, এবার নাকতলার দায়িত্ব নিয়েছেন অরূপ। আগামিকাল মুখ্যমন্ত্রী পুজোগুলি ভার্চুয়াল উদ্বোধন করবেন, সেই তালিকায় রয়েছে অরূপের সুরুচি সংঘের পুজোও। মহালয়ার বিকেলে সুরুচি সংঘের পুজোর থিম সং-ও প্রকাশ করা হবে। প্রসঙ্গত, সুরুচি সংঘের থিম সং-এর গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।
এর আগে বৃহস্পতিবার জেলাগুলির পুজোর উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তিনি। সঙ্গে শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, আহিরিটোলা সর্বজনীন ও এন্টালির দুর্গাপুজোও উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। গতকাল পুজোর উদ্বোধনের সময়েই মুখ্যমন্ত্রী বলেছেন, এবার পুজোর উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও মানসিকভাবে তিনি পুজো উদ্যোক্তাদের কাছেই পৌঁছে গিয়েছেন।