কলকাতা: শহরের বুকে ছাত্র রাজনীতিতে (Student Politics) এক নয়া রেকর্ড গড়ল এসএফআই (SFI)। শুক্রবার কলকাতার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ২৩টি ক্যাম্পাস ছুঁয়ে মিছিল করল বাম ছাত্র সংগঠন। শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। মিছিলের রুট যেমনভাবে এগোল, তাতে যেমন ছিল বড় রাজপথ, তেমনই ছিল উত্তর কলকাতার অলিগলিও। প্রায় সাড়ে ৮ কিলোমিটার লম্বা এই মিছিল চলল মনীন্দ্র কলেজ, জয়পুরিয়া কলেজ, স্কটিশ চার্চ কলেজ, ক্ষুদিরাম কলেজ, বিদ্যাসাগর কলেজ, সিটি কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যায়লয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের-সহ আরও অনেকগুলি কলেজ ও স্কুলের ক্যাম্পাস ঘেঁষে। সব মিলিয়ে মোট ২৩টি ক্যাম্পাস। এভাবে এতগুলি ক্য়াম্পাস ছুঁয়ে মিছিল অতীতে কোনও ছাত্র সংগঠন কলকাতায় করেনি।
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের জেলায় জেলায় মিছিল-সমাবেশের আয়োজন করেছে এসএফআই। দাবি মূলত, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট করানো। এর পাশাপাশি শিক্ষানীতির বিরোধিতাতেও পথে নামছে তারা। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় মিছিল-মিটিং করার পর এবার কলকাতার বুকে বিশাল মিছিল শ্বেত পতাকার ধারক-বাহকদের।
এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলছেন, “রাজ্য ছাত্র ভোট করাচ্ছে না। কারণ, ছাত্র ভোটের নির্ঘণ্ট এলেও পড়ুয়ারা ক্য়াম্পাসে ক্য়াম্পাসে লেখাপড়ার অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।” একইসঙ্গে শিক্ষানীতির বিরুদ্ধেও সুর চড়ালেন সৃজন। তাঁর বক্তব্য, “এই শিক্ষানীতি রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছে। এই শিক্ষার অব্যবস্থার বিরুদ্ধেই আমাদের আন্দোলন।”
কলকাতার রাজপথ থেকে শুরু করে অলি-গলি ছুঁয়ে এদিন মিছিল করল এসএফআই-এর কলকাতা জেলা কমিটি। এমন এমন গলিপথ দিয়েও মিছিল এগোল, যে পথে আগে কেউ কখনও মিছিল করেনি।