BJP Bengal: ‘কাজের লোককে বাদ দিয়ে, কাছের লোককে খুঁজছেন’, দলীয় বৈঠকে বিস্ফোরক লকেট

BJP Bengal: পুরভোটের পরাজয়ের পর চিন্তন বৈঠকে বসেছে বিজেপি। শনিবার সেই বৈঠকেই দলীয় নেতৃত্বকে তোপ দাগলেন লকেট চট্টোপাধ্য়ায়।

BJP Bengal: 'কাজের লোককে বাদ দিয়ে, কাছের লোককে খুঁজছেন', দলীয় বৈঠকে বিস্ফোরক লকেট
লকেট চট্টোপাধ্য়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 8:18 PM

কলকাতা : সম্প্রতি বিজেপির অন্দরের বিদ্রোহ সামনে এসেছে বারবার। এমনকি সেই বিদ্রোহের জেরে দল থেকে বহিষ্কৃত হয়েছেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির মতো নেতা। আর এবার দলীয় বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেই সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নাম না করে সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে কটাক্ষ করেন তিনি। সরাসরি তোপ দেগে তিনি বলেন, ‘মঞ্চে বলবেন, কিন্ত কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে সাংগঠনিক দায়িত্ব দেবেন।’ পাশাপাশি পুরভোটের ফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি বিজেপির জেলা নেতৃত্বের রদবদল হওয়ার পরই বিদ্রোহের সূত্রপাত। আর সেই প্রসঙ্গেই লকেটের দাবি, ‘পুরনো লোকদের বাদ দিয়ে দেওয়া ঠিক হয়নি।’

পুরভোটের পরাজয়ের কারণ এ দিন বিশ্লেষণ করে বিজেপি। এ দিনের বৈঠকে সরাসরি ক্ষোভ প্রকাশ করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘কাজের লোককে দায়িত্ব দিতে হবে। নিজেরা বলবেন, কিন্ত কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে খুঁজবেন।’ তাঁর কথায়, ‘পুরনো লোকদের বাদ দিয়ে দেওয়া ঠিক হয় নি।’ বিধায়কদের সংগঠন থেকে বাদ দিয়ে দেওয়াও ঠিক হয়নি বলে মনে করেন তিনি। যোগত্যা নয়, কোটা দেখে বিজেপির জেলা সভাপতি করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

লকেটের আরও দাবি, পুরভোটে সন্ত্রাস হয়েছে ঠিকই, কিন্তু অনেক পুরসভায় সন্ত্রাস হয় নি, ছাপ্পাও হয়নি। সেখানে কেন বিজেপি তৃতীয় স্থানে, সেই প্রশ্নও তুলেছেন লকেট। কারণ খুঁজে বের করার কথা বলেন তিনি। পুরনো লোকদের বাদ দিয়ে দেওয়া এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

এর আগে লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন হারের দায় মাথা পেতে নেওয়া উচিৎ। বিধানসভায় ৩৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু এবার তা ১৬ শতাংশে নেমে এসেছে। এই হার আমাদের মাথা পেতে মেনে নেওয়া উচিত বলে দাবি করেন লকেট। তিনি মনে করেন, কেন এত খারাপ ফল হল তা নিয়ে আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। কোথায় ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, এ দিনের বৈঠকের শুরুতে শাসক দলকে আক্রমণের পাশাপাশি, দলের বিদ্রোহী কর্মীদেরও বার্তা দেন সুকান্ত মজুমদার। তাঁর সাফ দাবি, ‘দল কোনও ব্যক্তির নয়! দল টিম ওয়ার্ক। সেই টিমের সিদ্ধান্ত কোনও সময়ে ভুল হয়, আবার কখনও ঠিক হয়।’ বিজেপি সাংসদ বলেন, ‘আমরা সাংগঠনিক দল। কোনও সিদ্ধান্ত নেওয়া হলে সেটি দল নিয়েছে মনে করতে হবে।’ সেই সঙ্গে দলের লড়াই আরও পোক্ত করার জন্য কর্মীদের পরামর্শ দেওয়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুন : IMA Election: হাতাহাতি থেকে চড়, ধরা পড়ল ভুয়ো ভোটারও! পুরভোটকেও হার মানাচ্ছে চিকিৎসকদের নির্বাচন

আরও পড়ুন : BJP Meeting: ‘তৃণমূল দিচ্ছে ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক’, কটাক্ষ সুকান্ত-র