Loksabha Election 2024: এপ্রিলেই লোকসভা নির্বাচন? বিজেপি কিন্তু সেভাবেই এগোচ্ছে…

Anjan Roy | Edited By: সায়নী জোয়ারদার

Jan 10, 2024 | 3:19 PM

Loksabha Election 2024: ২০১৯ সালের লোকসভা ভোট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ১১ এপ্রিল থেকে ১৯ মে সাত দফায় হয়েছিল সেই ভোট। ‌২৩ মে ভোটের গণনা হয়। এবারও এপ্রিলেই ভোটের সম্ভাবনা বলে বিভিন্ন সূত্রে খবর। এরইমধ্যে আবার বিজেপির অন্দরের তোড়জোড় নতুন করে সে জল্পনায় হাওয়া দিচ্ছে।

Loksabha Election 2024: এপ্রিলেই লোকসভা নির্বাচন? বিজেপি কিন্তু সেভাবেই এগোচ্ছে...
মাঠে নামছে বিজেপি। ফাইল ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা ভোট নিয়ে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। এরইমধ্যে সূত্রের খবর, এপ্রিলে হতে পারে লোকসভা ভোট। আর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ কিংবা মার্চের প্রথমদিকে ঘোষণা হতে পারে দিনক্ষণ। সূত্রের খবর, এপ্রিলে লোকসভা ভোট ধরে নিয়েই প্রস্তুতি শুরু বিজেপির। এমনও খবর, রাজ্য বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিভিন্ন কর্মসূচি শেষ করে ফেলতে।

২০১৯ সালের লোকসভা ভোট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ১১ এপ্রিল থেকে ১৯ মে সাত দফায় হয়েছিল সেই ভোট। ‌২৩ মে ভোটের গণনা হয়। এবারও এপ্রিলেই ভোটের সম্ভাবনা বলে বিভিন্ন সূত্রে খবর। এরইমধ্যে আবার বিজেপির অন্দরের তোড়জোড় নতুন করে সে জল্পনায় হাওয়া দিচ্ছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই দলের বিভিন্ন সংগঠনকে ‘হোম টাস্ক’ দিতে শুরু করেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। যুব মোর্চাকে পাড়ায় পাড়ায় আড্ডা-বৈঠক করতে বলা হয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ সমস্ত জায়গায় এই বৈঠক করতে বলা হয়েছে বলে বিজেপির অন্দরের খবর। গ্রাম বা মফস্বলের ক্ষেত্রে যে সমস্ত এলাকায় বাজার বা বিশেষ দিনে হাট বসে, সেই জায়গায় সেই দিনগুলিতে যুবদের বৈঠক করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চায়ের ঠেকে এলাকার যুবদের সঙ্গে গল্প করে মোদী সরকারের সাফল্য তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। মোড়ে মোড়ে পথসভাও করতে বলা হয়েছে। সমস্ত কাজ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা খবর।

আরও খবর, কৃষক মোর্চাকে উওরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কৃষক সমাবেশ করতেও বলা হয়েছে। এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকতে পারেন। এছাড়া ফেব্রুয়ারি মাসের মধ্যে ১ কোটি কৃষকের বাড়িতে জনসম্পর্ক অভিযানও হওয়ার পরিকল্পনা বলে খবর।

সংখ্যালঘু মোর্চাকেও তৎপর হতে নির্দেশ দিয়েছেন নেতারা। মহিলা মোর্চাকে ১৮ থেকে ৩৫ বছরের মহিলাদের সঙ্গে যোগাযোগ ও এলাকাভিত্তিক সভা করতে হবে বলে সূত্রের খবর। দলের সমস্ত মোর্চাকেই লোকসভা ভোটের আগে সক্রিয় হতে বলা হয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে সমস্ত কাজ।

Next Article