Loksabha Election 2024: এক লপ্তে চার অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

EC: পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগরের ইন্সপেক্টর ওসি গোপাল পাঠক ও পটাশপুরের ইন্সপেক্টর ওসি রাজু কুণ্ডুকেও ট্রান্সফার করা হয়েছে। তাঁদেরও কোনও ভোটের কাজে যুক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Loksabha Election 2024: এক লপ্তে চার অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
পটাশপুরের ওসি রাজু কুণ্ডু ও ভূপতিনগরের ওসি গোপাল পাঠক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2024 | 5:52 PM

কলকাতা: সোমবার পঞ্চম দফার ভোট। শনিবার ২৫ তারিখ ষষ্ঠ দফায় ভোট রয়েছে পুরুলিয়া, কাঁথি, তমলুক-সহ আট কেন্দ্রে। তার আগে এক ধাক্কায় চারজন অফিসারকে সরাল কমিশন। পুরুলিয়ার এসপিকে সরানো হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও, পটাশপুর ও ভূপতিনগরের ওসিদেরও কমিশন সরিয়ে দিল রবিবার।

এদিন কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পুরুলিয়ার পুলিশসুপার আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরানো হল। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে পাঠানোর কথা বলা হয়েছে।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগরের ইন্সপেক্টর ওসি গোপাল পাঠক ও পটাশপুরের ইন্সপেক্টর ওসি রাজু কুণ্ডুকেও ট্রান্সফার করা হয়েছে। তাঁদেরও কোনও ভোটের কাজে যুক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে জানানো হয়েছে, সোমবার ২০ মে সকাল ১০টার মধ্যে ৩ থেকে ৪ জনের নামের প্যানেল পাঠাতে হবে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এই পদে কারা আসবেন।