AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lone Wolf Terrorism: বাংলাদেশের মতো এপারেও ‘লোন উলফ অ্যাটাক’? জেএমবি জঙ্গিদের জেরায় চাঞ্চল্যকর তথ্য

Lone Wolf Terrorism: কয়েক বছর আগেই বাংলাদেশে ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকেই এই ধরনের অপারধ কৌশল নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছি দুই বাংলাতেই। এবার একই কায়দায় হামলার ছক এপার বাংলাতেও?

Lone Wolf Terrorism: বাংলাদেশের মতো এপারেও 'লোন উলফ অ্যাটাক'? জেএমবি জঙ্গিদের জেরায় চাঞ্চল্যকর তথ্য
চলছে জোরদার তদন্ত Image Credit source: TV 9 Bangla GFX
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2025 | 3:13 PM

কলকাতা: বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের মতোই এদেশেও ‘লোন উলফ অ্যাটাক’ করার পরিকল্পনা করছে জামাত উল মুজাহিদিন (জেএমবি) জঙ্গিরা। বীরভূমের নলহাটি থেকে ধৃতদের জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফের হাতে। প্রসঙ্গত, কয়েক বছর আগেই বাংলাদেশে ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকেই এই ধরনের অপারধ কৌশল নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছি দুই বাংলাতেই। ২০১৫-র ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন করা হয়েছিল ওই বিখ্য়াত বাংলাদেশি ব্লগারকে। রেহাই পাননি তাঁর স্ত্রী রফিদা আহমেদের উপরেও। নাম জড়িয়েছিল আনসারুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু কী এই লোন ‘লোন উলফ অ্যাটাক’? 

ওয়াকিবহাল মহল বলছে, লোন উলফ অ্যাটাক হল জঙ্গি হামলার একটি কায়দা যেখানে দলগতভাবে নয় একা কোনও একজন জঙ্গি টার্গেটকে নিকেশ করে। সূত্রের খবর, ধৃত জঙ্গিদের মোবাইলে মিলেছে এই লোন এটাক করার পদ্ধতি সংক্রান্ত ডিজিটাল নথি ও বইপত্র। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে মূলত সমাজের প্রভাবশালী, খ্যাতনামা প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গদের উপরেই বেছে বেছে টার্গেট করে জঙ্গিরা। আক্রমণ করা হয় একাকী। 

আনসারুল্লাহ বাংলা টিমের (ABT ) মতোই এবার জেএমবি জঙ্গিরাও এই কায়দায় হামলার প্রশিক্ষণ নিচ্ছিল এ রাজ্যে। সেই তথ্য ধৃতদের জেরা করে পেয়েছেন তদন্তকারীরা। ধৃত আজমল হোসেন ও সাহেব আলী খানকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বাংলাদেশ থেকে।