কলকাতা: বার্ধক্য ভাতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। শনিবার এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ‘দুয়ারে সরকারের আসল চরিত্র সামলে এলো। লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রবীণরা বার্ধক্য ভাতা পাচ্ছেন না।’ শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বার্ধক্য ভাতায় নতুন রেজিস্ট্রেশন করেছেন অথচ এখনও ভাতা পাননি, এরকম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার মহিলাকে বার্ধক্য ভাতা দেবেন। শুভেন্দুর দাবি, ৭০ হাজার মানুষকে ৫০০ টাকা করে মাসে দিলে সাড়ে ৩ কোটি টাকা বাড়তি খরচ রাজ্যের।
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “অনেক বয়স্ক মহিলারা আমায় রাস্তায় জিজ্ঞাসা করেছেন, দুয়ারে সরকারে অনেকবার বলেছি বার্ধ্যক্য ভাতার কথা।” নবজোয়ার যাত্রায় মানুষ অভিষেকের কাছে যে যে বিষয়গুলি নিয়ে নালিশ জানিয়েছিলেন, তার মধ্যে বার্ধক্য ভাতা অন্যতম। এটা সারা রাজ্য থেকেই উঠে এসেছিল। সম্প্রতি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়েও এমন আবেদনকারীর সংখ্যা পাওয়া গিয়েছে ৭০ হাজার। তাঁদেরই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিষেক।
Bhaipo’s ‘Diamond Harbour Model’ exposes Pishi’s deceitful Duare Sarkar initiative !!!
Applicants of the Old Age Pension scheme were forced to stand in the queues of back to back Duare Sarkar Camps, but they didn’t receive Pension.
Why? Because Pishi realized that her… pic.twitter.com/SX0F1gmD3b
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 11, 2023
সামনেই লোকসভা ভোট। তার আগে দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাতা দেওয়ার ঘোষণা নিয়ে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে। অভিষেকের এই ঘোষণা নিয়ে সরব বিরোধীরা। এরইমধ্যে শুভেন্দুর বক্তব্য, ‘দুয়ারে সরকারের বেলুন ফুটো করে দিলেন অভিষেক।’