কমলেশ চৌধুরী
কলকাতা: মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বৃষ্টির দাপট খানিকটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামিকালও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত অন্ধ্র-ওড়িশা উপকূলে সরে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমি অক্ষরেখাও সরে এসেছে উত্তরবঙ্গ থেকে। ফলে আপাতত উত্তরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা। ভ্যাপসা গরমের দাপট চলবে উত্তরের সব জেলায়।
দক্ষিণবঙ্গে আজ পুরো মেঘলা আকাশ থাকবে। দফায়-দফায় দিনভর বৃষ্টি চলবে। আর বৃষ্টির জেরে প্রায় সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অপরদিকে, কলকাতায় পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৮.২ মিলিমিটার।
অপরদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কয়েকটি জেলাতে। দার্জিলিং কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দুএক পশলা হালকা বৃষ্টি হবে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি।