কলকাতা: লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে উৎখাত করতে জোট বেঁধেছে বিরোধীরা। ইন্ডিয়া (INDIA) জোট তৈরি করে রীতিমতো ঘর গোছাতে শুরু করেছে। এদিকে, গোষ্ঠীকোন্দলে জেরবার বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে গৃহযুদ্ধ বন্ধ করারই বার্তা দিলেন BJP নেতৃত্ব। সোমবার বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক থেকে রাজ্যের শীর্ষ নেতাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যেভাবেই হোক নেতৃত্বকে একসঙ্গে চলতে হবে। জনসংযোগ বাড়াতে হবে।
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষক বনসলের নেতৃত্বে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গল পান্ডে, অমিত মালব্য, আশা লাখরা, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল-সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। মূলত, গত লোকসভা ভোটে হেরে যাওয়া ২৪টি আসন নিয়ে আলোচনা হয় বৈঠকে। কেন্দ্রগুলির কোথায়, কী অবস্থা, তা ব্যাখ্যা করেন কেন্দ্রীয় নেতারা। এই আসনগুলি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কয়েকদিন আগেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দিয়েছেন। ফলে এই কেন্দ্রগুলিতে দলের সংগঠন চাঙ্গা করার বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে, কীভাবে সংগঠন বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোচনা হয়। এই ২৪টি আসনের মধ্যে কয়েকটিতে জোটবদ্ধ হয়ে কাজ করলে জেতার সম্ভবনা আছে বলে এদিনের বৈঠকে জানানো হয়।
২০২৪ ভোটকে ‘পাখির চোখ’ করে আপাতত আগামী দু-মাসের কর্মসূচি স্থির করেছে বিজেপি নেতৃত্ব। এই দু-মাসে মূলত সংগঠন চাঙ্গা করার উপর জোর দেওয়া হয়েছে। তাই ছোট-ছোট সভা, বৈঠক এবং মিছিল করার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিধানসভা এবং মণ্ডলগুলিতে নিয়মিত বৈঠক, মানুষের কাছে যাওয়া এবং দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি নেতাদের বাজেটের দুর্গাপুজোর উদ্বোধন নিয়েও বিশেষ ভাবনা-চিন্তা শুরু করেছে গেরুয়া শিবির। পুজো উদ্বোধনে কারা আসবেন, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে কেন্দ্রীয় নেতারা জানান। চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও বিশেষভাবে পালন করার ব্যাপারে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।