কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে থাকতে পারে যোগ! এই অভিযোগের ভিত্তিতেই রবিবার সকাল থেকে ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তালিকায় রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের দুটি বাড়ি। প্রায় সারাদিন ধরে দুটি বাড়িতে তল্লাশি হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এসে মদন মিত্র স্পষ্ট দাবি করলেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর কোনও যোগ নেই। যে সময় সংশ্লিষ্ট নিয়োগগুলি হয়েছে, সেই সময় তিনি বিধায়ক ছিলেন না বলেই দাবি করেছেন তিনি।
এদিন সকালে প্রথমে ভবানীপুরে ও পরে দক্ষিণেশ্বরে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশির পর বিধায়ক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, পুরসভার নিয়োগ নিয়ে কোনও নির্দিষ্ট প্রশ্ন করা হয়নি তাঁকে। পুপ নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে চেনেন না বলেও জানিয়েছেন তিনি।
এদিন মদন মিত্র বলেন, “ওরা এসেছেন। যা যা জানতে চেয়েছেন আমি জানিয়েছি। এখন শুনছি যে ওরা দক্ষিণেশ্বরের বাড়িতেও গিয়েছে।” এরপর তিনি বলেন, “যখন এই চাকরি হয়েছে পুরসভায়, তখন আমি এমএলএ ছিলাম না। শুধু তাই নয়, আমি তখন জেল হেফাজতে ছিলাম। কাস্টডিতে থেকে, একজন বিধায়ক না হয়েও কীভাবে চাকরি দেব।”
নিয়োগ সম্পর্কে মদন মিত্রের ব্যাখ্যা, দক্ষিণেশ্বরে তাঁর অফিস রয়েছে। তিনি জানান, তিনি থাকুন বা না থাকুন, তাঁর কর্মীরা সেখানে থাকেন। সেখানে গিয়ে অনেকেই বলেন, চাকরি দেওয়ার কথা। নিষেধ করলেও তাঁরা ফেরেন না। তাই তাঁদের কাগজ জমা নেওয়া হয়। তবে তাঁদের চাকরি দেওয়া হয়, এমন প্রমাণ নেই বলেই দাবি করেছেন মদন মিত্র।