Madan Mitra on Suvendu Abdhikari: কখনও ভাবিনি ডোন্ট-টাচ-মাই বডি, আমাদের তুলেছে-ছুড়েছে: মদন
Madan Mitra: তৃণমূল বিধায়করা শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ’ মন্তব্যকেও কটাক্ষ করতে শুরু করেন।
কলকাতা: বিধানসভায় চলছে বিক্ষোভ। নজিরবিহীনভাবে শাসক-বিরোধী দুই পক্ষই অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এস বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রথমে মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিজেপি ওয়াকআউট করে। স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তারা। তারপর, শাসকদলও বেরিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে পোস্টার দেখাতে শুরু করে। এমনকী, তৃণমূল বিধায়করা শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ’ মন্তব্যকেও কটাক্ষ করতে শুরু করেন।
মদনের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ’ মন্তব্যকে বিদ্রুপ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বলেন, ‘তাহলে কি উনি আত্মবিশ্বাসী নয় উনি পুরুষ না মহিলা? একজন বিধানসভার বিরোধী দলনেতা বলছেন ডোন্ট টাচ মাই বডি তাহলে কি ওনার শরীর স্পর্শ করা যাবে না? উনি কী বলতে চাইছেন? উনি কি মহিলাদের মতো শরীরকে আলাদা করে রাখতে চাইছেন? আসলে পাড়ায়-পাড়ায় এখন মানুষজন মিছিল করছে বিজেপির বিরুদ্ধে।’
পরবর্তীতে ওয়াক আউট প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানান, ‘আমরা যখন বিরোধী দল করেছি কখনও ভাবিনি ডোন্ট-টাচ-মাই বডি। আমাদের তুলেছে-ছুড়েছে। স্বপন চক্রবর্তীকে গুলি করে প্রায় পনেরো মিটার দূরে ছুড়ে ফেলা হয়েছিল। আমি রাজনীতি করব আর বলব আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছিঃ…!’
শুভেন্দু কী বলেছিলেন?
নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দেয় পুলিশ। সেই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন শুভেন্দু। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে।’ এই কথা বলতে-বলতেই শুভেন্দু এক মহিলা পুলিশ কর্মীকে লক্ষ্য করে বলেন, ‘ডোন্ট টাচ মাই বডি। আই অ্যাম মেলস। আপনি একজন মহিলা পুলিশ। আমার শরীর স্পর্শ করবেন না।’