Madan Mitra: ‘নিজের লাশ বাজি রেখে রাজনীতি করেছেন তাপস’, সুদীপকে নিশানা মদনের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 22, 2022 | 7:13 PM

Madan Mitra: তাপস-সুদীপ বিতর্কে সম্প্রতি উত্তপ্ত হয় বাংলার রাজনীতি। এবার তাপসের পাশে দাঁড়ালেন মদন।

Madan Mitra: নিজের লাশ বাজি রেখে রাজনীতি করেছেন তাপস, সুদীপকে নিশানা মদনের
সুদীপ-তাপস বিতর্কে মুখ খুললেন মদন

Follow Us

কলকাতা : তাপস রায় সাফারি-স্যুটের রাজনীতি করেন না। তৃণমূলের দুই নেতার তরজার পর এবার এমনই মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরোক্ষভাবে কার্যত বরানগরের বিধায়ক তাপস রায়কেই সমর্থন করেছেন তিনি। তাঁর দাবি, তাপস রায় জীবন বাজি রেখে রাজনীতি করেছেন। শনিবার এক অনুষ্ঠানে তাপস রায়কে পাশে নিয়েই এ কথা বলেন মদন। সুদীপ বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর সময় বিজেপি নেতার বাড়িতে গিয়েছিলেন বলে সম্প্রতি দাবি করেন তাপস। আর তার জেরেই দুই নেতার তরজা তুঙ্গে ওঠে। তাঁদের জবাব, পাল্টা জবাবে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। আর এবার তাপসের পাশে দাঁড়ালেন মদন।

মদন মিত্রের দাবি, নিজের জীবন বাজি রেখে রাজবনীতি করেছেন তাপস রায়। তাঁর কথায়, তাপস রায় বলে রাজনীতি করেছেন, অন্য কেউ হলে ইউক্রেনে গিয়ে আশ্রয় নিতেন। তাঁরা যে তৃণমূলের বিশ্বস্ত সৈনিক, এ কথা বোঝাতে গিয়ে মদন বলেন, ‘যুধিষ্ঠিরের সঙ্গে এক কুকুর গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি দেখেন দুজন গিয়েছেন, তাহলে একজন মদন মিত্র ও অপরজন তাপস রায়।’ তাঁর দাবি, তাপস রায় স্যুট-সাফারি পরে, রঙ মেখে রাজনীতি করতে পছন্দ করেন না। রাস্তায় নেমে গুলি বন্দুকের রাজনীতি করেন। তাই মদন জানিয়েছেন, তাপস রায় যেখানে ডাকবেন, সেখানেই তিনি যাবেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি মুখ না খুললেও, দলে সুদীপের ভূমিকার কথা উল্লেখ করে কার্যত কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, সুদীপ দা সিনিয়র নেতা, তাই তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ইচ্ছুক নন তিনি। মদন মিত্র উল্লেখ করেন, ১৯৭২ সালে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সুদীপ। সেই সময় ক্ষমতায় সিদ্ধার্থ শঙ্কর রায়। মদন মিত্রের দাবি, সুদীপ ছিলেন সুখের যুব কংগ্রেসের নেতা আর দুঃখের সময় যুব কংগ্রেস সভাপতি ছিলেন তিনি।

Next Article