কলকাতা: মাসখানেক আগে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফল (Madhyamik Examination 2023)। এবার সামনে এল স্ক্রুটিনি ও রিভিউয়ের রেজাল্ট। বদলে গেল মেধাতালিকা। প্রথম প্রকাশিত ফলে প্রথম দশে নাম ছিল ১১৮ জনের। নতুন ফলে মেধাতালিকায় উঠে এল আর ৪ জনের নাম। মোট সংখ্যা দাঁড়াল ১২২। একইসঙ্গে বেশ কিছু বদল হল শীর্ষস্তরেও। আগের মেধা তালিকায় অনুযায়ী ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ছিল মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মেহেদী হাসান। বর্তমানে ১ নম্বর বেড়ে সে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
নম্বর বেড়েছে ষষ্ঠ স্থানে থাকা বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র প্রণীল জশের। ১ নম্বর বেড়ে তাঁর মোট প্রাপ্ত নম্বর হয়েছে ৬৮৮। তার জেরে বর্তমানে সে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে।
মেধাতালিকায় নতুন করে জায়গা পেল যে ৪ জন
রামগোলা হাইস্কুলের ছাত্র দীপময় বসাক ছিল একাদশ স্থানে। বর্তমানে তার নম্বর বেড়ে হয়েছে ৬৮৪। উঠে এসেছে নবম স্থানে। নাচিন্দা জেকে গার্লস হাই স্কুলের ছাত্রী অনুদীপা দাস ছিল ১২ নম্বর স্থানে। তাঁর নম্বর বেড়ে হয়েছে ৬৮৩। উঠে এসেছে দশম স্থানে। ১২ নম্বর স্থানে ছিল কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুলের পড়ুয়া অঙ্কন নন্দী। তারও ২ নম্বর বেড়েছে। বর্তমানে তার প্রাপ্ত নম্বর ৬৮৩। সেও উঠে এসেছে দশম স্থানে। অন্যদিকে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র প্রীতম দাস ছিল চতুর্দশ স্থানে। কিন্তু, এখন তাঁর ৯ নম্বর বেড়ে সে মেধা তালিকায় উঠে এসেছে নবম স্থানে। প্রাপ্ত নম্বর ৬৮৪। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক। শেষ হয় ৪ মার্চ। ফল প্রকাশিত হয়েছিল ১৯ মে। এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষের কাছাকাছি।