Madrasa: মধ্যশিক্ষা পর্ষদের দেখানো পথেই হাঁটছে মাদ্রাসা! চালু হচ্ছে নতুন ‘নিয়ম’, প্রায় দ্বিগুণ হচ্ছে আবাসিক পড়ুয়াদের ভাতা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 29, 2025 | 2:24 PM

Madrasa: পড়াশোনার পাশাপাশি কোনও পড়ুয়া খেলাধূলা থেকে শুরু করে একাধিক বিষয়ে কতটা আগ্রহী, কতটা উন্নতি হচ্ছে, সমাগ্রিকভাবে সে কতটা জ্ঞানার্জন করতে পারছে সবটাই লেখা থাকে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে।

Madrasa: মধ্যশিক্ষা পর্ষদের দেখানো পথেই হাঁটছে মাদ্রাসা! চালু হচ্ছে নতুন ‘নিয়ম’, প্রায় দ্বিগুণ হচ্ছে আবাসিক পড়ুয়াদের ভাতা
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের দেখানো পথে হেঁটেই বড় বদল আসতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদেও। মধ্যশিক্ষা পর্ষদের স্কুলগুলির মতো মাদ্রাসাতেও এবার বছর বছর পড়ুয়াদের জন্য তৈরি করা হবে হলিস্টিক রিপোর্ট কার্ড! জানা যাচ্ছে এমনটাই। একইসঙ্গে ছাত্রাবাসে থাকা সংখ্য়ালঘু পড়ুয়াদের থাকার-খাওয়ার জন্য বরাদ্দ অঙ্কও বাড়তে চলেছে। ইতিমধ্যেই একাধিক নতুন সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা পর্ষদ। তা নিয়েই চর্চা চলছে শিক্ষা মহলের অন্দরে। 

পড়াশোনার পাশাপাশি কোনও পড়ুয়া খেলাধূলা থেকে শুরু করে একাধিক বিষয়ে কতটা আগ্রহী, কতটা উন্নতি হচ্ছে, সমাগ্রিকভাবে সে কতটা জ্ঞানার্জন করতে পারছে সবটাই লেখা থাকে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে। বিশেষজ্ঞরা বলছেন, কোনও পড়ুয়া পড়াশোনার ক্ষেত্রে সামগ্রিকভাবে কতটা এগিয়ে রয়েছে, কতটাই বা পিছিয়ে পড়ছে, তার ব্যক্তিত্বের বিকাশই বা কতটা হচ্ছে সবটাই বোঝা সম্ভব এই হলস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে। যে ক্ষেত্রগুলিতে তার সামগ্রিক অগ্রগতি হচ্ছে না, পিছিয়ে পড়ছে সেই ক্ষেত্রগুলিতে আলাদা করে মনোযোগী হওয়ার কথাও উল্লেখ থাকে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে। 

এ বছর থেকেই মধ্যশিক্ষা পর্ষদের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হয়েছে। কিন্তু তা দিনের শেষে কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে শিক্ষা মহলের অন্দরে। এবার সেই একই রাস্তায় হাঁটতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদও। একইসঙ্গে ঠিক হয়েছে আগে যেখানে ছাত্রাবাসের আবাসিক পড়ুয়ারা থাকা-খাওয়ার খরচ বাবদ মাসে এক হাজার টাকা করে পেতেন তাঁরা এখন থেকে ১৮০০ টাকা করে পাবে।