PC Sorcar Jr: ‘ইচ্ছা করলেই ভ্যানিস করে দিতে পারি’, শাসক দলকে ‘একহাত’ জুনিয়র পি সি সরকারের

বিজেপির এই অনুষ্ঠান মঞ্চ থেকেই কটাক্ষ করলেন রাজ্যের শাসক ও শাসকদলের নেতাদের। কিন্তু সরাসরি কারও নাম নেননি তিনি। কিন্তু কৌশলী বক্তব্যে রাজ্যের সরকারকে সমালোচনা, ভর্ৎসনা করেছেন পিসি সরকার জুনিয়র। সঙ্গে বদলের ডাকও দিয়েছেন বলে মত বিশেষজ্ঞ মহলের।

PC Sorcar Jr: ‘ইচ্ছা করলেই ভ্যানিস করে দিতে পারি’, শাসক দলকে ‘একহাত’ জুনিয়র পি সি সরকারের
পিসি সরকার জুনিয়র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 2:06 PM

কলকাতা: বিজেপির সাংস্কৃতিক সেলের তরফে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছিল রবিবার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও সাংস্কৃতিক জগতের একাধিক শিল্পীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শিলাজিৎ, রাঘবের মতো সঙ্গীত শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাদুকর পিসি সরকার জুনিয়র। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে নিজের বাগ্মিতা দেখালেন পৃথিবী বিখ্যাত এই জাদুকর। বিজেপির এই অনুষ্ঠান মঞ্চ থেকেই কটাক্ষ করলেন রাজ্যের শাসক ও শাসকদলের নেতাদের। কিন্তু সরাসরি কারও নাম নেননি তিনি। কিন্তু কৌশলী বক্তব্যে রাজ্যের সরকারকে সমালোচনা, ভর্ৎসনা করেছেন। সঙ্গে বদলের ডাকও দিয়েছেন বলে মত বিশেষজ্ঞ মহলের।

নিজের নাম নিয়ে তাঁর স্ত্রী মাঝেমধ্যে কী বলে মজা করেন। তা জানিয়েছেন পিসি সরকার জুনিয়র। সেই কথার মধ্যে লুকিয়ে ছিল শ্লেষ। তাই তা শুনেই হাততালিতে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিতরা। পিসি সরকার জুনিয়র বলেছেন, “আমার স্ত্রী আমার নামকে ব্যঙ্গ করে পাগল ছাগল সরকার বলে। উনার অবশ্য অধিকার রয়েছে।” পাশাপাশি ভারতের ম্যাজিককে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করেছেন তিনি। পিসি সরকার যে ধরনের ম্যাজিক দেখান, তাতে ভ্যানিস (উধাও) করে দেওয়া খুুবই জনপ্রিয়। নিজের ম্যাজিক দেখানোর ক্ষমতা নিয় রাজনৈতিক কৌশলে রাজনৈতিক বার্তা দিয়েছেন বিশ্ববিখ্যাত জাদুকর। এ ব্যাপারে পিসি সরকার বলেছেন, “আমি জাদুকর লোক। আমি ইচ্ছা করলে ভ্যানিস করে দিতে পারি। কিন্তু আমাকে দরকার হবে না। যে ম্যাজিক আপনারা পারেন, সেটা আমি কেন করতে যাব। আপনারা ভাবলেই ভ্যানিস। সব বদমাইশি শেষ। পৃথিবীর প্রতিটা কোণে থাকা বাঙালির মধ্যে ম্যাজিক আছে। সেটাকে বের করুন। জেগে ওঠুন। দেখিয়ে দিন বাঙালি কাকে বলে।”

ক্যা ক্যা, ম্যা ম্যা করে চিৎকার তার ভালো লাগে না বলে জানিয়েছেন পিসি সরকার জুনিয়র। সিএএ-এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ক্যা ক্যা ছিঃ ছিঃ’ নিয়েই জাদুকরের এই কটাক্ষ বলে মত পর্যবেক্ষণ মহলের।