P C Sorcar Junior: ম্যাজিশিয়ান হতে কী কী যোগ্যতা লাগে? দেখে নিন পিসি সরকারের সিক্রেট টিপস

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Dec 19, 2023 | 11:39 PM

PC Sorcar Junior: ম্যাজিশিয়ান পি সি সরকার জুনিয়রের কথায়, অবাস্তবকে মঞ্চস্থ করাটাই হল ম্যাজিক। আর তার জন্য মানুষের জ্ঞানের সীমানা জানা দরকার। বিজ্ঞান কতটা আয়ত্ত করতে পেরেছে, সেটা বোঝা দরকার। তাই বিজ্ঞানের সাধনা অবশ্যই দরকার। একইসঙ্গে মঞ্চ থেকে দর্শকদের সঙ্গে মিলে যাওয়ার জন্য সাহিত্য-চর্চাও প্রয়োজন।

Follow Us

কলকাতা: কিংবদন্তী জাদুকর পি সি সরকারের জুনিয়রের খ্যাতি গোটা বিশ্ব জুড়ে। তিনি পি সি সরকার জুনিয়র থেকে ম্যাজিশিয়ান পি সি সরকার জুনিয়র কীভাবে হয়ে উঠলেন? জানেন কী কী ডিগ্রি রয়েছে তাঁর ঝুলিতে? জাদুকর হওয়া তো যে সে কথা নয়। মানুষের জ্ঞানের পরিধির বাইরে পৌঁছে যেতে হয়। মানুষ যেই ভাবে এটা ‘অবাস্তব’ কিছু, তখনই সেটা ‘ম্যাজিক’ হয়ে যায় স্টেজে। ম্যাজিশিয়ান পি সি সরকার জুনিয়রের কথায়, অবাস্তবকে মঞ্চস্থ করাটাই হল ম্যাজিক। আর তার জন্য মানুষের জ্ঞানের সীমানা জানা দরকার। বিজ্ঞান কতটা আয়ত্ত করতে পেরেছে, সেটা বোঝা দরকার। তাই বিজ্ঞানের সাধনা অবশ্যই দরকার। একইসঙ্গে মঞ্চ থেকে দর্শকদের সঙ্গে মিলে যাওয়ার জন্য সাহিত্য-চর্চাও প্রয়োজন।

জাদুকর পি সি সরকার জুনিয়রের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ডিগ্রি। প্রথমে তিনি স্নাতক স্তরে বিএসসি পাশ করেন। তাঁর বাবাও স্বনামধন্য জাদুকর। স্নাতক হওয়ার পর তিনি বাবাকে জিজ্ঞেস করেছিলেন, সেই সময় তিনি ‘ম্যাজিক’ দেখানোর যোগ্যতা অর্জন করেছেন কি না। তখন উত্তর পেয়েছিলেন না। আর্টস নিয়ে পড়তে বলেছিলেন তাঁর বাবা। ফলে তিনি বিএসসি পাশ করার পর আবার বিএ কোর্সে ভর্তি হন। এরপরও হয়নি। মানুষের মন বোঝার জন্য, এমএসসি পড়তে পাঠিয়েছিলেন তাঁর বাবা। এরপর ডক্টরেট ডিগ্রিও পান তিনি।

কিংবদন্তী জাদুকর বললেন, “আমি যখন বিএসসি পাশ করেছিলাম, তখন বাবাকে বলেছিলাম, আমি তো এখন গ্র্যাজুয়েট। তাহলে ম্যাজিক করতে পারি? তখন বাবা বললেন, না, তোমাকে আর্টস নিয়ে পড়তে হবে। তখন আমি আবার BA পরীক্ষা দিই। স্পেশ্যাল BA করি। বাবাকে বললাম, এবার করি? বাবা বলেন, তুমি তো মানুষের মনকে জানো না। তখন আমাকে MSC পড়তে পাঠিয়ে দেন।”

কলকাতা: কিংবদন্তী জাদুকর পি সি সরকারের জুনিয়রের খ্যাতি গোটা বিশ্ব জুড়ে। তিনি পি সি সরকার জুনিয়র থেকে ম্যাজিশিয়ান পি সি সরকার জুনিয়র কীভাবে হয়ে উঠলেন? জানেন কী কী ডিগ্রি রয়েছে তাঁর ঝুলিতে? জাদুকর হওয়া তো যে সে কথা নয়। মানুষের জ্ঞানের পরিধির বাইরে পৌঁছে যেতে হয়। মানুষ যেই ভাবে এটা ‘অবাস্তব’ কিছু, তখনই সেটা ‘ম্যাজিক’ হয়ে যায় স্টেজে। ম্যাজিশিয়ান পি সি সরকার জুনিয়রের কথায়, অবাস্তবকে মঞ্চস্থ করাটাই হল ম্যাজিক। আর তার জন্য মানুষের জ্ঞানের সীমানা জানা দরকার। বিজ্ঞান কতটা আয়ত্ত করতে পেরেছে, সেটা বোঝা দরকার। তাই বিজ্ঞানের সাধনা অবশ্যই দরকার। একইসঙ্গে মঞ্চ থেকে দর্শকদের সঙ্গে মিলে যাওয়ার জন্য সাহিত্য-চর্চাও প্রয়োজন।

জাদুকর পি সি সরকার জুনিয়রের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ডিগ্রি। প্রথমে তিনি স্নাতক স্তরে বিএসসি পাশ করেন। তাঁর বাবাও স্বনামধন্য জাদুকর। স্নাতক হওয়ার পর তিনি বাবাকে জিজ্ঞেস করেছিলেন, সেই সময় তিনি ‘ম্যাজিক’ দেখানোর যোগ্যতা অর্জন করেছেন কি না। তখন উত্তর পেয়েছিলেন না। আর্টস নিয়ে পড়তে বলেছিলেন তাঁর বাবা। ফলে তিনি বিএসসি পাশ করার পর আবার বিএ কোর্সে ভর্তি হন। এরপরও হয়নি। মানুষের মন বোঝার জন্য, এমএসসি পড়তে পাঠিয়েছিলেন তাঁর বাবা। এরপর ডক্টরেট ডিগ্রিও পান তিনি।

কিংবদন্তী জাদুকর বললেন, “আমি যখন বিএসসি পাশ করেছিলাম, তখন বাবাকে বলেছিলাম, আমি তো এখন গ্র্যাজুয়েট। তাহলে ম্যাজিক করতে পারি? তখন বাবা বললেন, না, তোমাকে আর্টস নিয়ে পড়তে হবে। তখন আমি আবার BA পরীক্ষা দিই। স্পেশ্যাল BA করি। বাবাকে বললাম, এবার করি? বাবা বলেন, তুমি তো মানুষের মনকে জানো না। তখন আমাকে MSC পড়তে পাঠিয়ে দেন।”

Next Article